Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৬। বর্ধিত সাজা কাকে বলে? কি ধরণের অপরাধের ক্ষেত্রে বর্ধিত সাজা দেয়া হয় আলোচনা করুন ??

উত্তরঃ দন্ডবিধির ৭৫ ধারা মতে কোন ব্যক্তি দন্ডবিধির ২৩০-২৬০ ধারা এবং ৩৭৮-৪৬২ ধারার কোন অপরাধের জন্য তিন
বছর কারাদন্ড সাজাপ্রাপ্ত হওয়ার পর যদি উক্ত ব্যক্তি পুনরায় পূর্ববর্তী ধারা সমূহের কোন অপরাধে দোষী সাব্যস্থ হয় তাহলে
আদালত উক্ত ব্যক্তিকে অনুরূপ প্রতিটি অপরাধের জন্য যাবজ্জীবন কারাদন্ড বা দশ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত
করার আদেশ দিতে পারেন। ফেক্সজদারী কার্যবিধি আইনের ২২১(৭) ধারা, পিআরবি বিধি ৪৫০, ৪৫৮।

নিম্নলিখিত অপরাধের ক্ষেত্রে বর্ধিত সাজা দেয়া হয়। যথাঃ
১। চুরি (দন্ডবিধির ৩৭৯-৩৮২, ৩৫৬)।
২। দস্যুতা (দন্ডবিধির ৩৯২ ধারা)।
৩। ডাকাতি (দন্ডবিধির ৩৯৫, ৩৯৭ ধারা)।
৪। খুনসহ ডাকাতি (দন্ডবিধির ৩৯৬ ধারা)।

প্রশ্ন- ৬। বর্ধিত সাজা কাকে বলে? কি ধরণের অপরাধের ক্ষেত্রে বর্ধিত সাজা দেয়া হয় আলোচনা করুন।

প্রশ্ন- ৬। বর্ধিত সাজা কাকে বলে? কি ধরণের অপরাধের ক্ষেত্রে বর্ধিত সাজা দেয়া হয় আলোচনা করুন।


             প্রশ্ন- ৬। বর্ধিত সাজা কাকে বলে? কি ধরণের অপরাধের ক্ষেত্রে বর্ধিত সাজা দেয়া হয় আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post