Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১০। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে আলোচনা করুন।

প্রশ্ন- ১০। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে আলোচনা করুন।

উত্তরঃ

অসদাচরণঃ পুলিশ অফিসার্স (বিশেষ বিধান) অধ্যাদেশ ১৯৭৬ এর ধারা ২(বি) মতে কোন ব্যক্তির আচরণ চাকুরীর শৃংখলা হানিকর অথবা স্বাভাবিক অবস্থার জন্য ক্ষতিকর অথবা সরকারী কর্মচারী (আচরণ) বিধির পরিপন্থী অথবা একজন কর্মকর্তা বা ভদ্রলোকের জন্য অশোভনীয় এমন আচরণকে অসদাচরণ বলা হয়। 
    এছাড়া সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ধারা ২(এফ) মতে “অসদাচরণ” অর্থ সুশৃঙ্খল বা চাকরি শৃঙ্খলার হানিকর আচরণ অথবা সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর কোন বিধানের পরিপন্থী কোন কার্য অথবা কোন কর্মকর্তা বা ভদ্রলোকের পক্ষে অনুচিত শিষ্টাচারহীন কোন আচরণ এবং নিম্নবর্ণিত আচরণসমূহও অসদাচরণের অন্তর্ভুক্ত হবে- 
(১) উর্ধ্বতন কর্মকর্তার আইনসম্মত আদেশের অবাধ্যতা; 
(২) কর্তব্যে চরম অবহেলা 
(৩) আইনসম্মত কারণ ব্যতিরেকে সরকারের কোন আদেশ, পরিপত্র এবং নির্দেশাবলীর অবজ্ঞা এবং 
(৪) যে কোন কর্তৃপক্ষের নিকট কোন সরকারী কর্মচারীর বিরুদ্ধে অসংযত, বিরক্তিকর, মিথ্যা বা তুচ্ছ অভিযোগ সম্বলিত দরখাস্ত দাখিল। 
    এছাড়া কর্তব্য সম্পাদনকালে নিম্নলিখিত কাজগুলি অসদাচরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হবেঃ 

১। কোন সরকারী কর্মচারী নিজের বা অন্যের জন্য দন্ডবিধির ১৬১ ধারা মতে অপর কোন ব্যক্তির নিকট হতে প্রতিদান বা পারিতোষিক হিসেবে অবৈধ  পারিশ্রমিক ব্যতীত কোন বকশিশ বা পুর®.ার গ্রহণ বা অর্জন করলে বা গ্রহণে সম্মত বা অর্জনের উদ্যোগ নিলে। 
২। কোন সরকারী কর্মচারী নিজের বা অন্যের জন্য দন্ডবিধির ১৬৫ ধারা মতে অনুরূপ সরকারী কর্মচারী কর্তৃক পরিচালিত মোকদ্দমা বা বিষয় স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে কোন বস্তু বা সুবিধা গ্রহণ করলে। 
৩। কর্তব্যচ্যুতি, কোন নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে অমান্য করলে ও গাফিলতিপূর্বক তা পালনে ক্সশথিল্য করলে। 
৪। উপযুক্ত কর্তৃপক্ষের কোন অবৈধ  আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা গাফিলতিপূর্বক তা পালনে ক্সশথিল্য করা। 
৫। পুলিশ আইনের ৯ ধারার বিধান লংঘন করে উপযুক্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অথবা ২ মাসের নোটিশ না দিয়ে কর্মস্থল 
ত্যাগ করা। 
৬। ছুটি গ্রহণ করার পর, ছুটির মেয়াদান্তে যুক্তি সংগত কারন ব্যতীত কর্মে যোগদানে ব্যর্থ হওয়া। 
৭। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন কর্মে নিজেকে নিযুক্ত করলে। 
৮। ভীরুতার অপরাধে অপরাধী হওয়া। 
৯। পুলিশ হেফাজতে কোন আসামীকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করলে। পুলিশ আইনের ২৯ ধারা। 
১০। পিআরবি বিধি ৮৭ মতে মসজিদ, মন্দির বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুলিশ অফিসারগণ কোন প্রকার চাঁদা আদায় করতে পারবে না। যদি কোন পুলিশ সদস্য তা করে তবে উহা অসদাচরণের অন্তর্ভুক্ত হবে। 
১১। পিআরবি বিধি ১০৮ মতে সরকারী নীতির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। যদি কোন পুলিশ সদস্য তা করে তবে উহা অসদাচরণের অন্তর্ভুক্ত হবে। 
১২। পিআরবি বিধি ১০৯ মতে টাকা ধার দেয়া ও নেয়া অসদাচরণের অন্তর্ভুক্ত হবে। 
১৩। পিআরবি বিধি ১১০ মতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিলামে অংশগ্রহণ করা অসদাচরণের অন্তর্ভুক্ত হবে।

              প্রশ্ন- ১০। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে আলোচনা করুন।

প্রশ্ন- ১০। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post