উত্তরঃ
স্বীকারোক্তিঃ কোন ফৌজদারীমামলার আসামী যদি কোন ক্ষমতাবান ব্যক্তির নিকট প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি ছাড়া স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে তাবে তাকে স্বীকারোক্তি বলে। সাক্ষ্য আইনের ২৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা।
১। সাক্ষ্য আইনের ২৫ ধারা মতে কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি করলে উক্ত স্বীকারোক্তি ম্যাজিষ্ট্রেটের নিকট গ্রহণযোগ্য হবে না। কারণ আদালত ও আইনজীবিগণ মনে করেন, পুলিশ অফিসার আসামীকে নির্যাতন করে, পীড়ন করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি আদায় করে থাকেন।
২। সাক্ষ্য আইনের ২৬ ধারা ও পিআরবি বিধি ২৮৩(খ) মতে আসামী পুলিশ হেফাজতে থাকাকালে কোন স্বীকারোক্তি করলে তা যদি কোন ম্যাজিষ্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয় তবে তা ঐ ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না।
৩। সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে কোন আসামী পুলিশ অফিসারের নিকট কোন স্বীকারোক্তি করলে ঐ স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোন চোরাইমাল বা অবৈধ মাল উদ্ধার করা হলে যতটুকু মালামাল উদ্ধার করা হবে ততটুকুই আদালতে গ্রহণযোগ্য হবে।
