MrJazsohanisharma

Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

রশ্ন- ৮। আলামত কাকে বলে ? ঘটনাস্থল হতে কি কি আলামত বা সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে ??

উত্তরঃ আলামত:- 
বিচার্য বিষয়ে সাথে সম্পর্কযুক্ত যে কোন জিনিস বা বস্তু যা বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় তাকে আলামত বলে। সাক্ষ্য আইনের ৭/৯/২৭/৪৫/৫১ ধারা, পিআরবি বিধি ২৯৭। যেমন- খুন মামলার আলামত হিসেবে রক্তমাখা জামা-কাপড় ও ছুরি আদালতে আলামত হিসেবে গ্রহণযোগ্য। 
        অপরাধের ঘটনাস্থল হতে নিম্নবর্ণিত বস্তু সমূহ আলামত বা সাক্ষ্য হিসেবে সংগ্রহ করা যেতে পারেঃ 
১) আঙ্গুলের ছাপ, ২) পায়ের ছাপ, জুতার ছাপ, ৩) হাতের লেখা, ৪) কোন দলিল বা কাগজপত্রাদি, ৫) রক্ত বা রক্তমাখা কাপড়, ৬) বিষ এর শিশি বা বিষ মাখা খাদ্য দ্রব্য, ৭) জাল টাকা বা জাল মুদ্রা, ৮) চুল, আঁশ, ৯) বীর্য বা শুক্র, ১০) আগ্নেয়াস্ত্র, গুলি বা গুলির খোসা, ১১) সিঁদ কাঠি, ১২) চোরাইমাল, ১৩) রং বা দাগ, ১৪) ভাঙ্গা কাঁচ, ১৫) বিস্ফোরক দ্রব্যাদি, ১৬) মাদকদ্রব্য ইত্যাদি। এগুলো সাক্ষ্য আইনের ৯, ৪৫, ৫১ ধারা মতে আদালতে প্রাসঙ্গিক।

প্রশ্ন- ৮। আলামত কাকে বলে ? ঘটনাস্থল হতে কি কি আলামত বা সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে?               প্রশ্ন- ৮। আলামত কাকে বলে ? ঘটনাস্থল হতে কি কি আলামত বা সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে?

প্রশ্ন- ৮। আলামত কাকে বলে ? ঘটনাস্থল হতে কি কি আলামত বা সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post