Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৮। ডাকাতি মামলার এজাহার গ্রহণকালে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?


             প্রশ্ন- ৮। ডাকাতি মামলার এজাহার গ্রহণকালে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৪৩ মতে একটি ডাকাতি মামলার এজাহার গ্রহণকালে নিম্নলিখিত বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবেঃ

১। ডাকাত দলের প্রবেশ এবং বাহির হওয়ার বিবরণ থাকতে হবে।
২। ডাকাতদের শরীরে কি ধরনের পোশাক ছিল তার বিবরণ থাকতে হবে।
৩। ডাকাতদের হাতে কি ধরনের অস্ত্র ছিল যেমন- আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ইত্যাদির বিবরণ থাকতে হবে।
৪। ডাকাতদের হাতে কি ধরনের আলো প্রদানকারী বস্তু ছিল যেমন- টর্চলাইট, হারিকেন ইত্যাদির বিবরণ থাকতে হবে।
৫। ডাকাতদের ক্সদহিক বিবরণ যেমন- উচ্চতা, মোটা-চিকন কেমন ছিল ইত্যাদি।
৬। ডাকাতরা কোন অঞ্চলের ভাষায় কথা বলছিল তার বিবরণ।
৭। লুন্ঠিত মালামালের নাম, পরিমাণ, আনুমানিক মূল্য থাকতে হবে।
৮। ডাকাতদের সংখ্যা কত জন ছিল তা থাকতে হবে।
৯। ঘটনাস্থলের দৃশ্যের বিবরণ এজাহারে উল্লেখ করতে হবে।
১০। “কি দোষ, কে করল, কখন, কোথায়, কেমনে করল দোষ কেবা তার সহায়।” ইত্যাদি বিস্তারিত তথ্য ডাকাতি মামলার এজাহারে উল্লেখ থাকতে হবে।
বর্ণিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য না রাখলে ডাকাতি মামলা দুর্বল বা ত্রুটিযুক্ত হবে। দন্ডবিধির ধারা ৩৯৫/৩৪।

প্রশ্ন- ৮। ডাকাতি মামলার এজাহার গ্রহণকালে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

প্রশ্ন- ৮। ডাকাতি মামলার এজাহার গ্রহণকালে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

*

Post a Comment (0)
Previous Post Next Post