এসিড অপরাধ দমন আইন/২০০২ ধারা বিবরণ ৪* এসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড। ৫* এসিড দ্বারা আহত করার শাস্তিঃ (ক) দৃষ্টি শক্তি বা শ্রবণশক্তি সম্পন্ন বা আংশিকভাবে নষ্ট হয় বা মখমন্ডল বা যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হয় তাহলে ৫(ক) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড। (খ) শরীরের কোন অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোন স্থানে আঘাতপ্রাপ্ত হয় তাহলে ৫(খ) চৌদ্দ বৎসর কারাদন্ড। ৬* এসিড নিক্ষেপের চেষ্ট করা শাস্তিঃতিন অনধিক সাত বৎসর। ৭* অপরাধে সহায়তার শাস্তিঃ (নাঃশিঃ ৩০, দঃবিঃ ১০৯,১১১,১১৩ মোটরযান-১৪৭) ৮* মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তিঃ (নাঃশিঃ ১৭, দঃ বিঃ ২১১) ৯* ক্ষতিগ্রস্থকে অর্থদন্ডের অর্থ প্রদানঃ ১০* অর্থদন্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতিঃ ১১ অপরাধের শাস্তিঃ ১২* ক্ষেত্র বিশেষে আসামীকে সাক্ষী গণ্য করা তদন্তঃ প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল তদন্ত সংশি-ষ্ট তথ্যাদি পর্যালোচনা করে এই মর্মে সন্তুষ্ট হয় যে, তদন্ত প্রতিবেদনে আসামী হিসেবে উল্লেখিত কোন ব্যক্তিকে ন্যায়বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয় তবে উক্ত ব্যক্তিকে আসামীর পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারবে। ১৩ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আলামত, সাক্ষ্য ইত্যাদি সংগ্রহে গাফিলতি ১৮ আসামীর অনুপস্থিতিতে বিচার (ফৌজদারী ৩৩৯(খ) (নাঃ ও শিঃ নিঃ ২১) ২৭ মৃত্যুদন্ড অনুমোদন (নাঃ শিঃ ২৯) ২৯ মেডিক্যাল পরীক্ষা (নাঃ শিঃ ৩২)