Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৩। অপমৃত্যু মামলা তদন্তকালে একজন এএসআই কি বিনা ময়না তদন্তে লাশ সৎকারের আদেশ দিতে পারে ??

প্রশ্ন- ১৩। অপমৃত্যু মামলা তদন্তকালে একজন এএসআই কি বিনা ময়না তদন্তে লাশ সৎকারের আদেশ দিতে পারে?

প্রশ্ন- ১৩। অপমৃত্যু মামলা তদন্তকালে একজন এএসআই কি বিনা ময়না তদন্তে লাশ সৎকারের আদেশ দিতে পারে?

উত্তরঃ একজন এএসআই কর্তৃক একটি অপমৃত্যু তথা আত্মহত্যা বা পানি ডুবে বা অন্য যে কোন প্রাকৃতিক দূর্ঘটনার ফলে কোন অপমৃত্যু মামলা তদন্তকালে ঘটনাস্থলে গমনের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুতকরণ, ঘটনা সংক্রান্তে আলামত জব্দকরণ, সাক্ষীদের জবানবন্দী, ঘটনাস্থলের ফটো ডকুমেন্টেশন বিশ্লেষণ, ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে যদি প্রতীয়মান হয় ইহা একটি আত্মহত্যা বা প্রাকৃতিক দূর্ঘটনা এবং এই মৃত্যুতে অপরাধের কোন আলামত নাই তাহলে তদন্তকারী এএসআই ধর্মীয়
বিধান ও সামাজিক রীতি অনুসারে উক্ত লাশকে বিনা ময়না তদন্তে সৎকারের আদেশ দিতে পারেন। ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫, ১০৩ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০, ২৮০, ৬৩৫, ৬৩৮।

 প্রশ্ন- ১৩। অপমৃত্যু মামলা তদন্তকালে একজন এএসআই কি বিনা ময়না তদন্তে লাশ সৎকারের আদেশ দিতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post