Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৩। থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম কি কি?

প্রশ্ন- ১৩। থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম কি কি?

উত্তরঃ

থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম এবং উহা যে বিধি মতে লেখা হয় তা নিম্নেবর্ণনা করা হলোঃ- 
১। এজাহারঃ পিআরবি বিধি ২৪৩ ও ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা। 
২। হৈ, চৈ বিজ্ঞাপনঃ পিআরবি বিধি ২৫০। 
৩। অপমৃত্যু রেজিষ্টারঃ পিআরবি বিধি ২৯৯। 
৪। গ্রেফতারী পরোয়ানা রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩২৩। 
৫। অসৎ চরিত্রের লোকদের তালিকা “এ” ও “বি” পিআরবি বিধি ৩৪৩ ও ৩৪৪। 
৬। চৌকিদার হাজিরা রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৬৯। 
৭। ডেইলী রোস্টার ডিউটি রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৭৩। 
৮। ল্যান্ড এন্ড বিল্ডিং রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৭৫। 
৯। গৃহীত ও প্রেরিত পত্রের রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৭৬। 
১০। জেনারেল ডায়রীঃ পিআরবি বিধি ৩৭৭, পুলিশ আইনের ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা। 
১১। কনভেকশন রেজিষ্টার (ফেরারী ও পলাতক আসামীর রেজিষ্টার)ঃ- পিআরবি বিধি ৩৭৮। 
১২। সম্পত্তি রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৭৯।
১৩। খতিয়ান তদন্ত রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৮০। 
১৪। জরিমানা ওয়ারেন্ট রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৮২। 
১৫। লাইসেন্সকৃত অস্ত্রধারীদের রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৮৪। 
১৬। অ্যাবসকন্ডার রেজিষ্টারঃ পিআরবি বিধি ৩৮৮। 
১৭। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি)ঃ পিআরবি বিধি ৩৯১। 
১৮। ক্যাশ একাউন্ট রেজিষ্টারঃ পিআরবি বিধি ৪০৯। 
১৯। অস্ত্র-গোলাবারুদের রেজিষ্টারঃ পিআরবি বিধি ৫২৯। 
২০। ডিউটি রেজিষ্টারঃ পিআরবি বিধি ৯০৮। 
২১। পরিদর্শন বহিঃ পিআরবি বিধি ১১১২। 
২২। ক্রিমিনাল হিস্টরী রেজিষ্টারঃ পিআরবি বিধি ১১২৩।

              প্রশ্ন- ১৩। থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম কি কি?
              প্রশ্ন- ১৩। থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম কি কি?

প্রশ্ন- ১৩। থানার মূল্যবান রেজিষ্টারগুলোর নাম কি কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post