Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২। কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য লিখ।

প্রশ্ন- ২। কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য লিখ।

উত্তরঃ 
পুলিশ কর্মচারী হিসেবে একজন কনস্টেবলকে প্রথমত নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্য সমূহ পালন করতে হয়ঃ- 
১। উপর্যুক্ত কর্তৃপক্ষের সকল অবৈধ  আদেশ পালন করা। 
২। কর্তৃপক্ষের অবৈধ পরোয়ানা কার্যকরী করা। 
৩। জনসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে তার প্রতিবেদন পেশ করা। 
৪। অপরাধ নিবারন করা। 
৫। জনসাধারনের বিরক্তিকর কার্য নিবারণ করা। 
৬। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদঘাটন করা। 
৭। অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা।  
৮। গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করা। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৭, ১১৮, ২০৮। 
    এছাড়া একজন কনস্টেবলকে নিম্নেবর্ণিত দায়িত্ব সমূহ পালন করতে হয়ঃ- 
১। অস্থায়ী ভিত্তিতে গুরুত্বহীন কেরানীর কাজ করা। পিআরবি বিধি ২০৮(খ)। 
২। সেন্ট্রি ডিউটি করা। পিআরবি বিধি ৩২৯। 
৩। সরকারী ফেটিগ ডিউটি করা। পিআরবি বিধি ১৬৪। যেমন- হাতিয়ার (অস্ত্রশস্ত্র) পরিষ্কার করা, প্যারেড মাঠ পরিষ্কার করা, ব্যারাক ও লাইন কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 
৪। অস্বাভাবিক মৃত্যু মামলার লাশ মর্গে প্রেরণ করা। পিআরবি বিধি ৩০৪, ৩০৫। 
৫। পুলিশ আইনের ৩১ ধারা মতে রাজপথে বা জনসমাগমের স্থানে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য টহল দান করা। পিআরবি বিধি ১৪১। 
৬। ট্রাফিক ডিউটি বা যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি করা। 
৭। সমন জারী করা। 
৮। উপরস্থ পুলিশ অফিসারের সাথে থেকে দাঙ্গা ও গোলযোগ দমন করা। 
৯। পুলিশ বিভাগের জরুরী ডাক বিলি করা। 
১০। গ্রাম সফর করে অপরাধীদের তথ্য সংগ্রহ করা। পিআরবি বিধি ২১২। 
১১। আসামী ডিউটিসহ বিভিন্ন ডিউটি করা। পিআরবি বিধি ২০৮।

              প্রশ্ন- ২। কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য লিখ।
              প্রশ্ন- ২। কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য লিখ।

প্রশ্ন- ২। কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য লিখ।

*

Post a Comment (0)
Previous Post Next Post