বিস্ফোরক আইন ধারা বিবরণ ৪ বিস্ফোরকঃ বিস্ফোরক বলতে বারুদ, নাইট্রোগি-সারিন, ডিনামাইট, ব-াস্টিং পাউডার, রঞ্জিত রশ্মি ও অপরাধ পদার্থ যা বিস্ফোরিত হয় বা যা দ্বারা বিস্ফোরক প্রস্তুত হয় তা এবং সর্বপ্রকার গুলিগুলো, আতশবাজি, ফিউজ, রকেট, পারকাশন ক্রাপ ইত্যাদি। ১২ যদি কেউ এ আইনে বর্নিত কোন অপরাধ করতে সহায়তা করে এবং অপরাধ সংশি-ষ্ট কোন কাজ কর তবে সে ঐ অপরাধ করেছে বলে দন্ডনীয় হবে। ১৩ এ আইন অনুসারে প্রনীত নিয়ম লঘনের ক্ষেত্রে যেকোন পুলিশ সদস্য বা উপযুক্ত ক্ষমতাস¤ক্সন্ন রেলকর্মচারী অথবা যানবাহনের কর্তৃপক্ষ অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে।