Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২। কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কি অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে?

প্রশ্ন- ২। কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কি অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে?

উত্তরঃ

সামরিক বাহিনীর সদস্যগণ, আধা সামরিক বাহিনীর সদস্যগণ ও পুলিশের সদস্যগণ তাদের উপর দেয়া অর্পিত দায়িত্ব পালনকালে অস্ত্র বহন করতে পারেন। তাছাড়া যাদের অস্ত্রের অবৈধ  লাইসেন্স আছে তারাও অস্ত্র বহন করতে পারেন। যাদের অস্ত্রের অবৈধ  লাইসেন্স নেই তারা অস্ত্র বহন করতে পারে না। অস্ত্র আইনের ৫ ধারা। 
    নিম্নলিখিত ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায়ঃ 
১। জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা বিঘিড়বত হলে সরকার প্রয়োজন মনে করলে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলা ম্যাজিষ্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করে অনুরূপ কোন অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে। অস্ত্র আইনের ১৮(এ) ধারা। 
২। অস্ত্রের লাইসেন্সধারী কোন ব্যক্তি অস্ত্র আইনের অধীনে কোন অপরাধের দায়ে কোন জজ বা ম্যাজিষ্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত ও দন্ডিত হলে উক্ত জজ বা ম্যাজিষ্ট্রেট ঐ ব্যক্তির লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। অস্ত্র আইনের ১৮(বি) ধারা।      
    অস্ত্র আইনের ১৬ ধারা মতে আইনসঙ্গত কারণে যে সমস্ত অস্ত্রশস্ত্র বেআইনী হয়ে পড়ে এবং উহা যে সমস্ত ব্যক্তির নিকট থাকে সে সমস্ত অস্ত্রধারী ব্যক্তি দেরী না করে শর্ত সাপেক্ষে নিকটবর্তী থানা পুলিশের কর্মকর্তার কাছে বা সরকারের নির্দেশ মোতাবেক একজন লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছে জমা দিতে হবে। যে সমস্ত অস্ত্রশস্ত্র জমা দেয়া হয়েছে তা সরকারের নির্ধারিত বিধি মোতাবেক মেয়াদশেষে আইনানুগ দখলকারী উহা ফেরত নিতে পারবে বা সরকার উহা বাজেয়াপ্ত করতে পারেন।

              প্রশ্ন- ২। কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কি অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে?
              প্রশ্ন- ২। কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কি অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে?

প্রশ্ন- ২। কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কি অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post