Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১। ব্যাখ্যা কর-“প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি কিন্তু প্রত্যেক অপরাধজনক প্রাণহানি খুন নয়”।

উত্তরঃ অপরাধজনক প্রাণহানির সংজ্ঞা দন্ডবিধি আইনের ২৯৯ ধারা এবং খুনের সংজ্ঞা দন্ডবিধি আইনের ৩০০ ধারা। অপরাধজনক প্রাণহানি একটি সাধারণ পর্যায় এবং খুন হলো অপরাধজনক প্রাণহানির একটি বিশেষ পর্যায়। খুন অপরাধটি প্রাণহানির একটি গুরুতর প্রকারভেদ মাত্র। অপরাধজনক প্রাণহানির সাথে বিশেষ কতগুলো শর্তযুক্ত হলেই তা খুনে পরিণত হয়। যদি এই শর্তগুলো না থাকে তবে ইহা অপরাধজনক প্রাণহানি বলে গণ্য হয়। সুতরাং যে কাজের দ্বারা মৃত্যু ঘটানো হয়েছে ঐ কাজের জন্য বিশেষ ইচ্ছা বা উদ্দেশ্যে না থাকলে অপরাধজনক প্রাণহানি হয় না আর অপরাধজনক প্রাণহানির সাথে আরো বিশেষ শর্ত বা উদ্দেশ্য যুক্ত না হলে তা খুনে পরিণত হয় না। মূলকথা, খুনের অপরাধটি প্রাণহানির ঘটনা হতে আগত এবং খুনের অপরাধটি প্রাথমিক পর্যায় অপরাধজনক প্রাণহানি। প্রশেড়বর আলোকে প্রতীয়মান হয় যে, অপরাধজনক প্রাণহানি ছাড়া খুন হতে পারে না। প্রত্যেক খুন বিশেষ লক্ষণযুক্ত অপরাধজনক প্রাণহানির একটি গুরুতর প্রকারভেদ। তবে সকল অপরাধজনক প্রাণহানি খুন নয়।


             প্রশ্ন- ১। ব্যাখ্যা কর-“প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি কিন্তু প্রত্যেক অপরাধজনক প্রাণহানি খুন নয়”।
প্রশ্ন- ১। ব্যাখ্যা কর-“প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি কিন্তু প্রত্যেক অপরাধজনক প্রাণহানি খুন নয়”।

প্রশ্ন- ১। ব্যাখ্যা কর-“প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি কিন্তু প্রত্যেক অপরাধজনক প্রাণহানি খুন নয়”।

*

Post a Comment (0)
Previous Post Next Post