Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৪। চুরি কাকে বলে? চুরির শর্ত বা ক্সবশিষ্ট্যসমূহ কি কি ? চুরি কখন দস্যুতার শামিল হয় আলোচনা কর ??

উত্তরঃ চুরিঃ- দন্ডবিধি আইনের ৩৭৮ ধারা মতে যদি কোন ব্যক্তি কারও দখল হতে তার সম্মতি ব্যতিরেকে কোন অস্থাবর
সম্পত্তি অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে বা নিয়ে যায় তবে তাকে চুরি বলে।
চুরির শর্ত সমূহ নিম্নরূপ বা চুরির সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নবর্ণিত ৫টি ক্সবশিষ্ট্য বা উপাদান পাওয়া যায়-
১। মালিকের দখলভুক্ত সম্পত্তি হতে হবে।
২। মালিকের সম্মতি ব্যতিরেকে হতে হবে।
৩। অস্থাবর সম্পত্তি হতে হবে।
৪। দ্রব্যটি নেয়ার পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে।
৫। দ্রব্যটিকে অপসারণ করতে হবে।
শাস্তিঃ- খোলা স্থান হতে চুরি হলে দন্ডবিধি আইনের ৩৭৯ ধারা মতে শাস্তি হবে।
আবদ্ধ স্থান হতে চুরি হলে দন্ডবিধি আইনের ৩৮০ ধারা মতে শাস্তি হবে। চাকর বা কেরানী কর্তৃক চুরি হলে দন্ডবিধি আইনের ৩৮১ ধারা মতে শাস্তি হবে। নিম্নলিখিত ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হয়ঃ-
এক থেকে চার জন পর্যন্ত ব্যক্তি দ্বারা চুরি করার সময়ে বা চোরাই মাল নিয়ে যাওয়ার সময়ে কিংবা পালানোর সময় প্রতিরোধ এড়ানোর জন্য কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, আঘাতের বা মৃত্যুর ভয় প্রদর্শন করে তাহলে ঐ চুরি দস্যুতার শামিল হবে কিংবা দস্যুতায় পরিণত হবে।
দন্ডবিধি আইনের ৩৯০ ধারা। দস্যুতার শাস্তি দন্ডবিধি আইনের ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৭ ধারা।


             প্রশ্ন- ৪। চুরি কাকে বলে? চুরির শর্ত বা ক্সবশিষ্ট্যসমূহ কি কি ? চুরি কখন দস্যুতার শামিল হয় আলোচনা কর।
প্রশ্ন- ৪। চুরি কাকে বলে? চুরির শর্ত বা ক্সবশিষ্ট্যসমূহ কি কি ? চুরি কখন দস্যুতার শামিল হয় আলোচনা কর।

প্রশ্ন- ৪। চুরি কাকে বলে? চুরির শর্ত বা ক্সবশিষ্ট্যসমূহ কি কি ? চুরি কখন দস্যুতার শামিল হয় আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post