Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৩। হত্যামূলক ফাঁসি কাকে বলে? ফাঁসিতে ঝুলানো কোন মৃতদেহের কোন কোন চিহ্ন দ্বারা অনুমান করা যায় যে হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হয়েছে ??

উত্তরঃ হত্যামূলক ফাঁসি:- কোন ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে অপরাধ গোপন করার জন্য ফাঁসিতে ঝুলিয়ে রাখা হলে তাকে হত্যামূলক ফাঁসি বলা হয়। হত্যামূলক ফাঁসির ক্ষেত্রে দন্ডবিধি আইনের ৩৪, ১০৯, ৩০০, ৩০২ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।
ফাঁসিতে ঝুলানো কোন মৃতদেহের নিম্নলিখিত লক্ষণ বা চিহ্নাবলী দ্বারা অনুমান করা যায় যে, হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হয়েছে।
১। হত্যামূলক ফাঁসির বাধনের দাগ সমান্তরাল ও সম্পূর্ণ বৃত্তাকারে থাকে যা ঘাড়ের নিচের অংশে পাওয়া যায়।
২। ফাঁসির দড়িতে একাধিক এবং বেশ শক্ত গিট থাকে।
৩। মৃতদেহে বিভিনড়ব আঘাতের চিহ্ন পাওয়া যায়।
৪। হত্যার পর মৃতদেহটি যদি কোন ঘরের মধ্যে ফাঁসিতে লটকানো হয় তবে সে ঘরটি ভিতর থেকে বন্ধ থাকে না।
৫। মৃতদেহে ধস্তাধস্তির অনেক চিহ্ন পাওয়া যায়।
৬। হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হলে অনেক ক্ষেত্রেই মৃতদেহের হাত পা এমনভাবে বাধা অবস্থায় থাকে যা কোনক্রমেই নিহতের পক্ষে বাধা সম্ভব নয়।
৭। লাশের মুখ দিয়ে সাধারণত লালা পড়ার চিহ্ন পাওয়া যায় না। হত্যামূলক ফাঁসিতে সাধারণত অসৎ উদ্দেশ্যে, অ.বধ লাভ, প্রতিহিংসা বা পূর্ব শত্রুতার ইতিহাস থাকতে পারে।

প্রশ্ন- ৩। হত্যামূলক ফাঁসি কাকে বলে? ফাঁসিতে ঝুলানো কোন মৃতদেহের কোন কোন চিহ্ন দ্বারা অনুমান করা যায় যে হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হয়েছে।

প্রশ্ন- ৩। হত্যামূলক ফাঁসি কাকে বলে? ফাঁসিতে ঝুলানো কোন মৃতদেহের কোন কোন চিহ্ন দ্বারা অনুমান করা যায় যে হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হয়েছে।


             প্রশ্ন- ৩। হত্যামূলক ফাঁসি কাকে বলে? ফাঁসিতে ঝুলানো কোন মৃতদেহের কোন কোন চিহ্ন দ্বারা অনুমান করা যায় যে হত্যার পর মৃতদেহটি ফাঁসিতে লটকানো হয়েছে।

*

Post a Comment (0)
Previous Post Next Post