Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

পুলিশ প্রবিধানের ভাষ্য (পিআরবি), Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police

পুলিশ প্রবিধানের ভাষ্য (পিআরবি), Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police

পুলিশ প্রবিধানের ভাষ্য (পিআরবি)

(১৮৬১ সালের ৫ নং আইন)

 

বিধি

বিবরণ

অফিসার বলতে পুলিশের যে কোন কর্মচারীকে বুঝাবে

অধঃস্থন ফাড়িঃ

(১) থানার অধীনস্থ প্রত্যন্ত পল্লী এলাকায় থানার সাথে সহজে যোগাযোগ রক্ষা করা সম্ভবপর না হওয়ায় প্রতিষ্ঠিত ফাঁড়ি বা (২) টাউন আউটপোস্টঃ পৌরসভা এলাকায় সুবিধাজনক স্থানে টাউন প্যাট্রোলের সুবিধার্থে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ পুলিশের শাখা সমূহ

পুলিশ অফিসারগনের পদমর্যাদা

অপরাধ তদন্ত বিভাগঃ

৩০

আদালত ও ম্যাজিষ্ট্রেটগনের প্রতি পুলিশ সম্মান দেখাবে

৩৩

জনসাধারণের সাথে পুলিশের ব্যবহার

৩৪

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ব্যবহার

৮৬

উত্তম গণ-তৎপরতায় অংশগ্রহণ

৮৭

চাঁদা আদায় এবং পূজায় আমন্ত্রন

১০৬

সরকারি কর্মচারিদের আচরনবিধি

১০৭

প্রচার সংস্থাগুলোর সাথে সম্পর্ক

১০৮

সরকারি নীতির সমালোচনা করা যাবে না।

১০৯

টাকা ধার দেয়া ও নেয়া

১১০

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন পুলিশ অফিসার নিলাম ক্রয়ের জন্য ডাক দিতে বা কোন ব্যবসা করতে পারবে না (দঃ বিঃ ১৬৮,১৬৯)

১১৭

সকল শ্রেনীর অফিসারগণ উর্দ্ধতন কর্তৃপক্ষের আওতাধীন

১১৮

অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষা করা পুলিশের অন্যতম কর্তব্য।

১২০

অপরাধ সম্পর্কে রিপোর্ট প্রেরণ (পুঃ আঃ ২৪, কাঃবিঃ ১৫০)

১২১

পুলিশ অফিসারগণ পরস্পরকে সাহায্য করবে।

১৩০

পুলিশ অফিসার বিষের দোকান তল্লাশী করতে পারেন (ক্ষমতা-১)

১৩১

জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা।

১৩৪

সমাবেশ বা শোভাযাত্রা বিষিদ্ধকরণ

১৪১

পুলিশ আইনের ৩১ ও ৩২ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ

১৪২

পুলিশ আইনের ৩০-ক(১) ধারার অধীনে নির্দেশ অমান্য করার ফল

১৪৩

পুলিশ অফিসার জনসমাবেশ বা শোভাযাত্রা ছত্রভঙ্গ করতে পারেন।

১৪৫

সশস্ত্র পুলিশ দল নিয়োগ

১৪৬

বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগ

১৫১

সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কর্তব্য

১৫২

পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দলসমূহ নিয়ন্ত্রণ

১৫৩

পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারঃ

(ক) আত্নরক্ষার ক্ষেত্রে (খ) বেআইনী সমাবেশের ক্ষেত্রে (গ) আসামী গ্রেফতারের ক্ষেত্রে

১৫৪

আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত সাধারণ কার্যবিধিঃ

(১) আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে অবশ্যই বার বার সর্তকবানী উচ্চারণ করতে হবে।

(২) গুলি সকল সময় ও সকল ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রিত ও পরিচালিত হতে হবে।

(৩) একেবার অপরিহার্য ব্যতিত কোন ধরনের বড় ক্ষতি করা উচিত নয়।

(৪) উদ্দেশ্যে সাধিত হওয়া মাত্রই গুলি চালনা বন্ধ করতে হবে।

১৫৫

১৫৫(ক) পুলিশ অফিসার পিআরবি ১৫৩(৩) বিধি মোতাবেক বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে অধিনায়ক পুলিশ সুপার বল প্রয়োগের এবং ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট গুলি চালনার নির্দেশ দিবেন আর যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে সেক্ষেত্রে অধিনায়ক পুলিশ অফিসার গুলি চালনার নির্দেশ দিবেন।

১৫৫(খ) গুলি বর্ষন এমন কায়দায় নিয়ন্ত্রণ করতে হবে যে, নূন্যতম ক্ষতিসাধন করে তড়িৎ উদ্দেশ্যে সাধন করা যায়।

১৫৬

পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর কি করতে হবেঃ

(ক) অধিনায়ক যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে এবং মৃতদেহকে মর্গে প্রেরণ করতে হবে।

(খ) অধিনায়ক গুলির খোসাগুলো সংগ্রহ করে ইস্যুকৃত গুলির সংগে মিলিয়ে দেখবেন। ঘটনার সম্পর্কে একটি সংক্ষিপ্ত রিপোর্ট, ব্যবহৃত গুলির সংখ্যার নিখুত ভাবে ঘটনাবলি উল্লেখ পূর্বক জেলা ম্যাজিস্ট্রেট এবংপুলিশ সুপার এর নিকট প্রেরণ করতে হবে। কাঃ বিঃ ১৫০ ধারা, পুলিশ আইন ২৩ ধারা, পিআরবি- ১৫৬ বিধি

১৫৭

পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে শাসন বিভাগীয় তদন্ত

১৫৮

সামরিক সাহায্য তলব করা

১৬৩

কমান্ড সার্টিফিকেট

১৬৪

শ্রমমূলক কর্ম

১৮৯

সার্কেল ইন্সপেক্টরদের সাধারণ দায়িত্ব

১৯০

সার্কেল সহকারী সুপারিনটেডন্টের একজন এএসআই ও একজন আর্দালী থাকবে।

২০১

থানার অফিসার ইন-চার্জ

২০২

থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর

২০৫

ষ্টেশন অফিসার

২০৬

দ্বিতীয় ও তৃতীয় অফিসার

২০৭

এ.এস.আই’র দায়িত্বঃ(ক)

২০৮

কনষ্টেবলের দায়িত্ব

২০৯

মফস্বল ডায়েরী

২১১

নামের তালিকা যাচাই

২১৩

মামলা আরম্ভ করা

২১৬

গুরুত্বপূর্ণ রেল বা স্ট্রীমার স্টেশনে এএসআই বা কনষ্টেবল প্রেরণ

২১৭

বিশেষভাবে যাদের প্রতি দৃষ্টি দিতে হবেঃ

(ক) ঘাসী বা অন্য নৌকা, স্টীমার এবং ট্রেনে করে যুবকদের দল বা সন্দেহজনক অপরাধীদের আগমন

(খ) যে সকল যুবক বা সম্মানিত ব্যক্তি কুলির হাতে ব্যাগ না দিয়ে নিজেরা বহন করে

(গ) অসাধারণ ওজন বা দৈর্ঘ্যের ব্যাগ

(ঙ) যে সকল ব্যক্তি নিজের উপস্থিতি বা পরিচিতি গোপন করতে তৎপর বলে মনে হয়

(চ) আফিম, চোরাচালানী, মোজাফফরপুর সন্দেহজনক কয়েদী এবং অন্যান্য পেশাদার অপরাধী।

২১৮

রেল পুলিশের সাথে সহযোগিতা

২১৯

জেলা থানার ওসি’কে রেল পুলিশ সম্পর্কিত কতিপয় বিধি জানাতে হবে

২২০

সাদা পোশাকের পুলিশ অফিসারগনের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে

২৩৯

মালখানা ও লক-আপের চাবি

২৪৩

ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারার অধীনে তথ্য (এজাহার) রেকর্ডঃ

(ক) ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় উল্লেখিত আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক তথ্য ওসি বিপি ফরম নং ২৭ এ লিখবেন।

(খ) নিজ হাতে তথ্য লিখে অফিসার এফআইআর লিখবেন এবং তাতে স্বাক্ষর ও সীলমোহর দিবেন।

(গ) আদলত গ্রাহ্য অপরাধের যে খবর মুখে বা কাগজে কলমে পুলিশের নিকট আসে তাকে এফআইআর হিসেবে গণ্য করতে হবে।

(ঘ) কানে শোনা খবর বা তথ্য প্রদানকারী লিখে বা স্বাক্ষর করে না দিলেও তা জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করতে হবে এবং পরে প্রমাণিত হলে এফআইআর হিসেবে গণ্য হবে।

(ঙ) টেলিফোনের মাধ্যমে এজাহার গ্রহণ করা যায় না। কারণ টেলিফোনের মাধ্যমে বিবৃতি প্রদান করলে বিবৃতি প্রদানকারীর স্বাক্ষর বা টিপসহি থাকে না। তবে উক্ত সংবাদটি জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করা হয়। তবে সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ মনে হলে নিজে বাদী হয়ে এজাহার বাদী হয়ে এজাহার দাখিল করা যায়।

(চ) অভিযোগকারী অভিযোগ সত্যতা যাচাই না করে পুলিশ অফিসার এফআইআর গ্রহণ করা হতে বিরত থাকতে পারবেন না। অভিযোগকারী গুরুত্বর আঘাত পাইলে ডাক্তারি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করবেন না।

(ছ) থানার ভারপ্রাপ্ত কনস্টেবল আদালত গ্রাহ্য অপরাধের লিখিত রিপোর্ট গ্রহণ করতে পারেন। তিনি অভিযোগকারীর স্বাক্ষর গ্রহণ করবেন এবং রিপোর্টের সংক্ষিপ্তসার জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করবেন এং স্টেশন ওসিকে বিষয়টি জানাবেন। যদি এই ধরনের ঘটনার রিপোর্ট মৌখিকভাবে কনস্টেবলকে জানানো হয় তা হলে কনস্টেবল ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জেনারেল ডায়েরীতে লিখবেন এবং অভিযোগকারী বা খবর প্রদানকারীকে মামলার একটি সংক্ষিপ্তসারসহ ওসির নিকট পাঠাবেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সার্কের সহকারী পুলিশ সুপারকে জানাবেন এবং ডাকাতি বা খুনের ঘটনা হলে অপরাধীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(জ) প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার একবার লিপিবদ্ধ হলে স্টেশন অফিসার বা ওসি তা আর বাতিল করতে পারেন না।

২৪৩(ছ)

থানার ভারপ্রাপ্ত কনষ্টেবল যখন আদালত গ্রাহ্য অপরাধের লিখিত রিপোর্ট গ্রহন করতে পারেন।

২৪৪

কতিপয় মামলা ব্যতীত সকল মামলার ঋরৎংঃ ওহভড়ৎসধঃরড়হ জবঢ়ড়ৎঃ(ঋওজ) নেয়া হবে।

২৪৫

ম্যাজিষ্ট্রেট প্রেরিত আদালত গ্রাহ্য অপরাধ

২৪৬

এফ.আই.আর পাঠানো

২৫০

হৈ চৈ বিজ্ঞপ্তিঃ যখন কোন অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করা বা অপহৃত মালামাল উদ্ধার করার প্রয়োজন হয় তখন মালামাল উদ্ধার বা গ্রেফতারের জন্য বিপি ফরম নং ২৮-এ যে নোটিশ জারী করা হয় তাকে হৈ চৈ বিজ্ঞপ্তি বলে।

২৫১

মালিকবিহীন সম্পত্তির সংবাদ লাভের পর যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। (পুলিশ আইন-২৫, কাঃবি-২৩-২৫, ডিএমপি-২২, পিআরবি-৩৭৯)

২৫২

শান্তিভঙ্গের আশংকা দেখা দিলে জমির দখলদার মালিকের প্রতি হুঁশিয়ারি(শাস্তি দন্ডবিধি-১৫৪)

২৫৪

যে মামলায় এফ. আই. আর দেয়া হয়নি

২৫৫

ষ্টেশন অফিসারের দায়িত্ব ও কর্তব্য

২৫৬

তদন্ত আরম্ভ করার পূর্বে অফিসারকে সংশ্লিষ্ট রেজিষ্টার দেখতে হবে।

২৫৭

তদন্ত হতে বিরত থাকা

২৫৮

সরেজমিনে তদন্ত

২৫৯

আওতার বাইরে তদন্ত

২৬০

জনগণকে হয়রানি করা এড়াতে হবে।

২৬২

গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ।

২৬৩

কেস ডায়েরী লেখার নিয়মঃ একজন তদন্তকারী অফিসার মামলা তদন্তের ধারা বিবরণী যে ডায়েরীতে লিপিবদ্ধ করেন তাকে কেস ডায়েরী বলে।

২৬৪

কেস ডায়েরী লেখার নির্দেশ

২৬৫

ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারার আওতায় বিবৃতি রেকর্ড

২৬৬

মৃত্যুকালীন জবানবন্দী(সাঃ আঃ ৩২(১)

২৭২

চার্জশীট দেয়ার নিয়ম(কার্যবিধি-১৭৩)

২৭৩

কতিপয় মামলার ম্যাপ বা নকশা চার্জশীটের সাথে জমা দিতে হবে।

২৭৪

সাক্ষ্য মেমো

২৭৫

চূড়ান্ত রিপোর্ট ফরম

২৭৬

চুড়ান্ত রিপোর্টের ব্যাপারে ম্যাজিষ্ট্রেটের আদেশ।

২৭৭

পুনরায় তদন্ত আরম্ভ করার নিয়ম

২৭৯

মিথ্যা মামলার পদ্ধতি

২৮০

অনুসন্ধান বা তল্লাশীর নিয়মঃ

২৮২

সন্দেহজনক ব্যক্তিকে সনাক্তকরণ প্রয়োজন/ টিআই প্যারেড

২৯৯

অস্বাভাবিক ও সন্দেহম–লক মৃত্যুর ক্ষেত্রে তদন্ত প্রথম অভিযোগ পেশ করতে হবে।

৩০০

ফৌজদারী কার্যবিধির ১৭৪(১) ধারার অধীন এসআই ও এএসআই এবং কর্তব্যরত কনস্টেবলের ক্ষমতা

৩০২(ক)

পুলিম হেফাজতে বন্দীর মৃত্যু

৩০৩

সন্দেহজনক ও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্তের নির্দেশ

৩০৪

পোষ্ট-মর্টেম পরীক্ষার জন্য প্রেরিত মৃতদেহ

৩০৫

মৃত দেহ / লাশ মর্গে নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কনষ্টেবলের কর্তব্য

৩০৬

পোষ্ট-মর্টেম পরীক্ষা ও রিপোর্ট

৩০৭

পোষ্ট-মর্টেম পরীক্ষার সময় পুলিশ অফিসারের উপস্থিতি

৩০৮

মৃতদেহ প্রেরনের নিয়ম

৩১০

বেওয়ারিশ মৃতদেহের সৎকারের ব্যবস্থা

৩১২

আহত ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা

৩১৩

অনুসন্ধানের জন্য অ-সনাক্তকৃত মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ পেশ করা

৩১৪

অপরিচিত মৃতদেহের ফটো গ্রহণ

৩১৫

ওয়ারেন্ট জারীর নিয়ম

৩১৬

ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার(কাঃবিঃ ৫৪-৫৭, পুলিশ আইন-৩৪, অস্ত্র আইন-১২, রেলওয়ে-১৩১ ও ১৩২, আফিম আইন-১৪ও১৫, জুয়া-৫ ও ১১, আবগারী আইন-৬৭, বিস্ফোরক-১৩, খেয়া-৩১, পশু আইন-২৬, ডিএমপি-১০০, সিএমপি-১০৩, আরএমপি-১০৪, কেএমপি-১০৪)

৩১৭

অপ্রয়োজনীয় গ্রেফতার এড়ানো এবং হয়রানিমূলক গ্রেফতার না করা

৩১৮

সরকারের জনহিতকর কাজে নিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে গ্রেফতার

৩১৯

সৈনিক গ্রেফতার

৩২০

পলাতক সৈন্যের গ্রেফতার বা আত্নসমর্পন

৩২১

গ্রেফতারকৃত ব্যক্তির অসুস্থতা

৩২২

পুলিশের তত্ত্বাবধানে গ্রেফতারকৃত ব্যক্তির সম্পত্তি

৩২৩

গ্রেফতার করতে ব্যর্থতার ক্ষেত্রে কার্যব্যবস্থা

৩২৮

আসামীকে হাজতখানায় প্রেরণের পূর্বে পরীক্ষা

৩২৯

হাজতখানার জন্য প্রহরী

৩৩০

হাতকড়ির ব্যবহার

৩৩১

গ্রেফতারকৃত ব্যক্তির প্রহরা ও দেহরক্ষী

৩৩৩

বন্দীর খাওয়া ও ভ্রমণ খরচ এবং আদালতে প্রেরিত চোরাই দ্রব্য ইত্যাদির গাড়ি ভাড়া

৩৪২

অসৎ চরিত্রের লোকদের গতিবিধি রিপোর্ট করার বিধি

৩৪৩

অসৎ চরিত্রের লোকদের তালিকা ‘এ’

৩৪৪

অসৎ চরিত্রের লোকদের তালিকা ‘বি’

৩৫৫

ফাঁড়ি

৩৬৯

চৌকিদার প্যারেড

৩৭৬

গৃহিত এবং প্রেরিত পত্রের রেজিস্টার

৩৭৭

সাধারণ ডায়েরী (জিডি), পুঃ আঃ ৪৪, কাঃ বিঃ ১৫৪, ১৫৫

৩৭৯

চোরাই মাল কিংবা পুলিশের জিম্মায় আনা সকল স¤ক্সদ্দি ও দ্রব্যের রেজিষ্টার

৩৮০

খতিয়ান তদন্ত রেজিষ্টার

৩৮১

পার্শ্ববর্তী থানার অপরাধী ও সন্দেযুক্ত ব্যক্তির তালিকা

৩৮২

জরিমানা ওয়ারেন্ট রেজিষ্টার

৩৮৬

রাজসাক্ষীর তালিকা

৩৮৯

তদন্ত সিল্প বা ইনকোয়ারী সিল্প বা অনুসন্ধানপত্রের নিয়ম

৩৯০

অপরাধ ম্যাপ

৩৯১

গ্রাম অপরাধ নোটবুক

৪০০

গ্রাম্য ইতিবৃত্ত / গ্রামের তথ্য, অংশ-৩

৪১৭

কোর্ট সাব-ইন্সপেক্টরের কর্তব্য

৪২০

কোর্ট সহকারী সাব-ইন্সপেক্টরের কর্তব্য

৪২১

কোর্ট কনষ্টেবল

৫২৬

মালখানা রেজিষ্টার

৯৫১

ডিউটিতে থাকা অবস্থায় পোশাক পরিধান করবেন।

 

 

 

 পুলিশ প্রবিধানের ভাষ্য (পিআরবি), Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police
My Ping in TotalPing.com

*

Post a Comment (0)
Previous Post Next Post