Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৩। বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে পুলিশ দলের ইনচার্জের করনীয় কি??


             প্রশ্ন- ৩। বেআইনী সমাবেশ বা অবৈধ  জনতা ছত্রভঙ্গ করার পূর্বে পুলিশ দলের ইনচার্জের করনীয় কি?

উত্তরঃ

পিআরবি বিধি ১৫২ মতে বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলি পুলিশ দলের ইনচার্জের দায়িত্ব বলে বিবেচিত হবেঃ

১। পুলিশ দলপতি তাদেরকে এমনভাবে শ্রেণীবদ্ধ করবেন যাতে অবস্থা অনুসারে গুলি চালনা করা হলে সমস্ত ক্ষেত্রটির উপর তার নিয়ন্ত্রণ বজায় থাকে।

২। তিনি পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না। যাতে জনতার আকস্মিক হামলার কবলে পড়ে নাজেহাল হওয়ার আশংকা থাকে।

৩। ইট পাথরের আঘাত থেকে রক্ষার জন্য প্রয়োজনে পুলিশদেরকে ছড়ায়ে দিবেন।

৪। আক্রমণ আসতে পারে এমন অবৈধ জনতার প্রতি লক্ষ্য রাখবেন, বেয়নেট সংযুক্ত করার নির্দেশ দিবেন।

৫। দলপতি পুলিশ দলকে গুলি ভর্তি করার নির্দেশ দিবেন।

৬। গুলি বর্ষণের উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য তার অধীনস্থ ফোর্সদেরকে এমনভাবে বিভক্ত করবেন প্রত্যেক ভাগে যেন ১০

জনের বেশি লোক না থাকে এবং প্রত্যেক ভাগ একজন দায়িত্বশীল অধিনায়কের অধীনে রাখতে হবে।

৭। দলের দুই দিক হতে আক্রান্ত হবার আশংকা থাকলে তিনি ফোর্সদেরকে দুই সারিতে ভাগ করে মোতায়েন করবেন।

৮। পরিস্থিতি বিবেচনায় সামর্থ হলে রায়ট ড্রিলের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করবেন।

প্রশ্ন- ৩। বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে পুলিশ দলের ইনচার্জের করনীয় কি?

প্রশ্ন- ৩। বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে পুলিশ দলের ইনচার্জের করনীয় কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post