প্রশ্ন- ১০। খুনসহ ডাকাতি মামলা রেকর্ডের সময় দন্ডবিধির ৩৯৬ ধারার সাথে ৩৪ ধারার সংযোজনের প্রয়োজন আছে কি ?
উত্তরঃ খুনসহ ডাকাতি মামলা রেকর্ডের সময় দন্ডবিধির ৩৯৬ ধারার সাথে দন্ডবিধির ৩৪ ধারার সংযোজনের প্রয়োজন আছে। খুনসহ ডাকাতির শাস্তি দন্ডবিধির ৩৯৬ ধারায় বলা হয়েছে। যেহেতু একটি ডাকাতির অপরাধ সংঘটনের সময় যখন কমপক্ষে ৫ (পাঁচ) জন ব্যক্তি একত্রিত হয়ে বা যেক্সথ উদ্যোগে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে অপরাধটি সংঘটন করে সেহেতু এখানে দন্ডবিধির ৩৪ ধারাও প্রযোজ্য। কারণ দন্ডবিধির ৩৪ ধারায় বলা হয়েছে, যখন কতিপয় ব্যক্তি সকলের একই অভিপ্রায় বা উদ্দেশ্য সাধনের জন্য অপরাধমূলক সম্পাদিত হয়, তখন প্রত্যেকেই উক্ত অপরাধের জন্য এইরূপে দায়ী হবেন যেন, উক্ত কাজ উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছিল। সুতরাং যেক্সথ উদ্যোগে বা একাধিক অপরাধীর কার্যক্রমের মাধ্যমে সংঘটিত অপরাধের ক্ষেত্রে প্রত্যেক অপরাধীর দায়-দায়িত্ব নিরূপনের জন্য দন্ডবিধির ৩৪ ধারা প্রযোজ্য।