উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৪৩ মতে এজাহার দায়ের করার কোন সময়সীমা নাই। অপরাধ সংঘটনের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি যে কোন সময় অপরাধীর বিরুদ্ধে এজাহার দায়ের করতে পারেন।
মূলত এজাহারের দুটি অংশ। প্রথম অংশ হলো বাদী বা সংবাদদাতার দাখিলকৃত অভিযোগ সম্বলিত আবেদন যাতে বাদীর স্বাক্ষর থাকতে হবে যাকে তাকেই প্লেন পেপার এজাহার বলা হয়। আর দ্বিতীয় অংশ হলো সরকার নির্ধারিত বিপি ফরম নং-২৭ ও বাংলাদেশ ফরম নং-৫৩৫৬ তে লিপিবদ্ধকৃত বর্ণনা, যাতে অফিসার ইনচার্জ স্বাক্ষরের মাধ্যমে মামলা রেকর্ড করেন।