উত্তরঃ অপরাধের ঘটনার প্রত্যক্ষদর্শী বা পরোক্ষভাবে জ্ঞাত বা ভিকটিমের অভিভাবক বা আত্মীয় বা অপরাধের ঘটনা সম্পর্কে অবগত আছেন বা কারও কাছে শুনেছেন এমন যে কোন ব্যক্তি এজাহার দাখিল করতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩। এজাহার দাখিলকারী যিনিই হন না কেন অপরাধের বর্ণনাটি সুস্পষ্ট হতে হবে এবং উহা আমলযোগ্য বা ধর্তব্য অপরাধ হতে হবে।
এখতিয়ার বহির্ভূত এলাকা বা অন্য থানা এলাকায় সংঘটিত আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে ওসি বিষয়টি জিডিতে নোট করে সংবাদদাতাকে দ্রুত সংশ্লিষ্ট থানায় যাওয়ার জন্য পরামর্শ দিবেন এবং জরুরী ভিত্তিতে উক্ত থানার ওসিকে সংবাদ দিবেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে আসামী গ্রেফতারের ব্যবস্থা নিবেন। পিআরবি বিধি ২৪৮(ক), ৩১৬, ৩৭৭, পুলিশ আইনের ২৩, ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধির ১৫৪, ১৫৫ ধারা।