উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৪৩ মূলে এজাহার দায়ের করার পর এজাহারকারী বা বাদী যদি মারা যান তাহলে উক্ত এজাহার সাক্ষ্য আইনের ৩২(১), ৩৩ ধারা ও পিআরবি বিধি ২৬৬ মতে মৃত্যুকালীন জবানবন্দী হিসেবে আদালতে প্রাসঙ্গিক। এছাড়া সাক্ষ্য আইনের ৪৭ ধারা মতে এজাহারকারী মারা গেলে তার লেখা বা স্বাক্ষর সনাক্ত করতে সক্ষম এমন ব্যক্তির মাধ্যমে উহা আদালতে উপস্থাপন করা যাবে।
মূল এজাহার হারিয়ে গেলে উহার কার্বন কপি সংশ্লিষ্ট বিভাগের ১ম শ্রেনীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা প্রতিটি পৃষ্ঠা সত্যায়িত করা হলে সরকারী দলিলের প্রতিলিপি হিসেবে উহা মূল এজাহারের স্থলে প্রতিস্থাপিত হবে এবং উহা মামলার নথিভুক্ত করে আদালতে উপস্থাপন করা যাবে। সাক্ষ্য আইনের ৭৬, ৭৮ ধারা।