Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৪। কোন ক্ষেত্রে অপরাধের সংবাদ থানায় আসার পরও মামলা রুজু করা হয় না বা এজাহার গ্রহণ করা হয় না ?

প্রশ্ন- ১৪। কোন ক্ষেত্রে অপরাধের সংবাদ থানায় আসার পরও মামলা রুজু করা হয় না বা এজাহার গ্রহণ করা হয় না ?

প্রশ্ন- ১৪। কোন ক্ষেত্রে অপরাধের সংবাদ থানায় আসার পরও মামলা রুজু করা হয় না বা এজাহার গ্রহণ করা হয় না ?


             প্রশ্ন- ১৪। কোন ক্ষেত্রে অপরাধের সংবাদ থানায় আসার পরও মামলা রুজু করা হয় না বা এজাহার গ্রহণ করা হয় না ?

উত্তরঃ যে কোন আমলের অযোগ্য বা অধর্তব্য অপরাধের সংবাদ থানায় আসলে মামলা রুজু বা এজাহার গ্রহণ করা হয় না। এ সময় উক্ত আমলের অযোগ্য বা অধর্তব্য অপরাধের সংবাদ জিডিতে লিপিবদ্ধ করা হয়। তারপর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে উহা তদন্ত করে অপরাধের সত্যতা পাওয়া গেলে অপরাধীর বিরুদ্ধে বিপি ফরম নং-৩৫ মূলে নন-এফআইআর প্রসিকিউশন রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। অপরাধ প্রমাণিত না হলে একটি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করা হয়।
ফৌজদারী কার্যবিধির ১৫৫ ধারা, পিআরবি বিধি ২৫৪।
সাধারণত নিম্নবর্ণিত ধারার আমলের অযোগ্য বা অধর্তব্য অপরাধের সংবাদের আলোকে এজাহার নেয়া হয় নাঃ
১। দন্ডবিধির ৩২৩, ৫০৬, ১৭৬, ১৮২, ২১১ ধারার অপরাধের ক্ষেত্রে।
২। পুলিশ আইনের ৩৪, ৩৪-ক ধারার অপরাধের ক্ষেত্রে।
৩। ফৌজদারী কার্যবিধির ৫৪, ৫৫, ১০৭, ১০৯, ১১০ ধারার অপরাধের ক্ষেত্রে।

*

Post a Comment (0)
Previous Post Next Post