Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৫। মামলা তদন্তের গতিধারা কিভাবে এজাহার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় বর্ণনা করুন।


             প্রশ্ন- ১৫। মামলা তদন্তের গতিধারা কিভাবে এজাহার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় বর্ণনা করুন।

উত্তরঃ

মামলা তদন্তের গতিধারা কিভাবে এজাহার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় তা নিম্নেবর্ণনা করা হলোঃ

১। মামলা তদন্তের প্রধান উদ্দেশ্য হলো সংঘটিত অপরাধ সম্পর্কে আদালতে উপস্থাপনের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। আর এ কার্যক্রমের প্রথম ও প্রধান ভিত্তি হচ্ছে এজাহার।
২। এজাহার হতে তদন্তকারী কর্মকর্তা বাদী, আসামী, সাক্ষীর ইত্যাদির নাম ঠিকানা জানতে পারেন।
৩। কি অপরাধ, কে করেছিল, কখন কোথায়, কিভাবে অপরাধ সংঘটিত করেছিল, অপরাধ সংঘটনকালে অন্যান্য সহযোগী অপরাধীর তথ্য ইত্যাদি মেক্সলিক বিষয় এজাহার হতে জানা যায়।
৪। তদন্তকারী পুলিশ অফিসার কার বিরুদ্ধে কি বিষয়ে তদন্ত করবে সেই লক্ষ্যবস্তু বা তদন্ত কার্যক্রমের উদ্দেশ্য শুধুমাত্র এজাহারেই উল্লেখ থাকে।
৫। সংঘটিত অপরাধের দ্বারা কেউ কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে তা জানা যায়।
৬। এজাহার হতে ভিকটিম বা ক্ষতিগ্রস্থ ব্যক্তির অবস্থা যেমন- আহত, নিহত বা অপহৃত বা চিকিৎসাধীন আছে কিনা সে বিষয়ে জানা যায়।
৭। অপরাধ সংঘটনের স্থান, সময় এজাহার হতে জানা যায়।
৮। অপরাধী কি পরিস্থিতিতে কোন উদ্দেশ্য সাধনের জন্য বাদী বা ভিকটিমের বিরুদ্ধে অপরাধ করেছে তা এজাহার হতে জানা যায়।
৯। এজাহার হতে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সম্পর্কে জানা যায়, যা মামলা তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
১০। অপরাধ সংঘটনকালে অপরাধীগণ কি ধরণের উপকরণ বা অস্ত্রশস্ত্র, যানবাহন, মাধ্যম ব্যবহার করে অপরাধ করেছে তা শুধুমাত্র এজাহারেই উল্লেখ থাকে।
১১। সন্দেহভাজন অপরাধীদের নাম, ঠিকানা এজাহার হতে পাওয়া যায়।
১২। আমলযোগ্য অপরাধ সম্পর্কে অভিযোগকারীর প্রথম সংবাদ বা বক্তব্যই হলো এজাহার। পরবর্তীতে তিনি ভিনড়ব কোন বক্তব্য দিলে তা বিবৃতি হিসেবে গণ্য হবে, এজাহার হিসেবে নয়। সুতরাং অভিযোগকারীর পরবর্তীতে নতুন করে মিথ্যা অভিযোগ বা মিথ্যা বিবৃতি নির্নয়ের প্রধান মাধ্যম হলো এজাহার। সাক্ষ্য আইনের ১৪৫ ধারা।
১৩। এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য, যা আদালতে প্রাসঙ্গিক।
১৪। এজাহারকারী এজাহার প্রদানের পর মারা গেলে তা মৃত্যুকালীন জবানবন্দী হিসেবে গণ্য হবে। মৃত্যুর পূর্বে বাদীর প্রদানকৃত এজাহার আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৩২(১), ৩৩ ধারা।
ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩। সাক্ষ্য আইনের ৩৫, ৭৪, ১৪৫, ১৫৭ ধারা।

প্রশ্ন- ১৫। মামলা তদন্তের গতিধারা কিভাবে এজাহার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় বর্ণনা করুন।

প্রশ্ন- ১৫। মামলা তদন্তের গতিধারা কিভাবে এজাহার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post