Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৬। একজন কনস্টেবল কি এজাহার গ্রহণ ও মামলা রেকর্ড করতে পারে ?


             প্রশ্ন- ১৬। একজন কনস্টেবল কি এজাহার গ্রহণ ও মামলা রেকর্ড করতে পারে ?
প্রশ্ন- ১৬। একজন কনস্টেবল কি এজাহার গ্রহণ ও মামলা রেকর্ড করতে পারে ?

প্রশ্ন- ১৬। একজন কনস্টেবল কি এজাহার গ্রহণ ও মামলা রেকর্ড করতে পারে ?

উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পিআরবি বিধি ২৪৩ মোতাবেক এজাহার গ্রহণ করার দায়িত্ব একমাত্র থানার অফিসার ইনচার্জের।
থানায় যখন ওসি, সকল এসআই ও এএসআই অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে পিআরবি বিধি ২৩৯(ক) মতে যখন কনস্টেবল থানার দায়িত্ব থাকে তখন কোন আমলযোগ্য অপরাধের সংবাদ লিখিতভাবে আসলে বা কেউ এজাহার দায়ের করলে উক্ত কনস্টেবল পিআরবি বিধি ২৪৩(ছ) মতে এইরূপ লিখিত এজাহার (প্লেন পেপার এজাহার) গ্রহণ করতে পারেন। তবে এজাহার গ্রহণের পর উহা সরকার নির্ধারিত এজাহার ফরমে (বিপি ফরম নং-২৭ এ) লিপিবদ্ধ করতে পারবেন না। দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল গৃহীত প্লেন পেপার এজাহারের সারমর্ম জিডিতে নোট দিবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং ওসি থানায় হাজির হওয়ার পর পরবর্তী কার্যক্রমের জন্য তার নিকট এজাহারটি পেশ করবেন।
প্লেন পেপার এজাহারে প্রাপ্ত সংবাদটি যদি ডাকাতি বা খুনের ঘটনা হয় তাহলে অপরাধী গ্রেফতারের জন্য থানার ভারপ্রাপ্ত কনস্টেবল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পিআরবি বিধি ২৪৩(ছ)।

*

Post a Comment (0)
Previous Post Next Post