উত্তরঃ কোন সুস্থ, সচেতন, বিবেকবান এবং ধর্তব্য অপরাধের শিকার অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোন ব্যক্তি থানায় হাজির হয়ে কোন অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করা বা অন্য কোন অজুহাতে এজাহার গ্রহণে বিলম্ব করা আইনগত অপরাধ। এমন কি, গুরুতর আহত কোন ব্যক্তির মেডিকেল সার্টিফিকেট প্রাপ্তির অজুহাতে মামলা রুজুতে বিলম্ব করা যাবে না। বরং এ ক্ষেত্রে থানার ওসি নিজ দায়িত্বে আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণপূর্বক তার চিকিৎসার এবং সার্টিফিকেট সংগ্রহের ব্যবস্থা করবেন।
পিআরবি বিধি ২৪৩, ৩১২ এবং দন্ডবিধির ধারা ১৬৬, ২১৭।
ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা।