উত্তর:- নিম্নলিখিত ক্ষেত্রে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামীকে পুলিশ অফিসার পুনরায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেঃ
১। জামিনে মুক্ত থাকা অবস্থায় আদালতের দেয়া শর্ত ভঙ্গ করলে ফৌজদারী কার্যবিধির ১২৪(৬) ধারা মতে গ্রেফতার করা যাবে।
২। ফৌজদারী কার্যবিধির ৪০১(৩) ধারা মতে যে শর্তে জামিন প্রদান করা হয়েছিল আদালত সেই আদেশ বাতিল করলে গ্রেফতার করা যাবে।
৩। ফৌজদারী কার্যবিধির ৪৯৭(৫) ধারা মতে আদালতের নির্দেশে জামিনে মুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করা যাবে।
৪। ফৌজদারী কার্যবিধির ৫০১ ধারা মতে জামানত অপর্যাপ্ত হলে ও আদালত নির্দেশ দিলে জামিনে মুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করা যাবে।
৫। ফৌজদারী কার্যবিধির ৫০২ ধারা মতে জামিনদারের আবেদনের কারণে আদালত নির্দেশ দিলে জামিনে মুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করা যাবে।
৬। ফৌজদারী কার্যবিধির ৫৪(৮) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কার্যবিধির ৫৬৫(৩) ধারার শর্ত লংঘনকারী জামিনে মুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করা যাবে।
৭। জামিন প্রাপ্ত ব্যক্তি জামিনে মুক্ত থেকে পুনরায় একই অপরাধ করলে।
৮। জামিন প্রাপ্ত ব্যক্তি জামিনে মুক্ত থেকে ঘটনার তদন্তে বিঘড়ব সৃষ্টি করলে।
৯। সাক্ষীদের ভয় দেখালে এবং সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করলে।
১০। বিদেশে পলায়ন বা আত্মগোপন করলে বা জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে।
১১। হিংসাত্মক কাজ করে পুলিশ বা সাক্ষীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করলে।
ফৌজদারী কার্যবিধি আইনের ৪৯৭(৫), ৫০১, ৫০২ ধারা। পিআরবি বিধি ৩১৬।