উত্তর:- পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকার সমূহ নিম্নেআলোচনা করা হলো-
১। মানবাধিকারের সর্বজনীন ঘোষনাপত্র ১৯৪৮ এর ৯ ধারা মতে কাউকে খেয়াল খুশিমত গ্রেফতার, আটক বা নির্বাসন করা যাবে না।
২। যাকে গ্রেফতার করা হবে তার নাম ঠিকানা যাচাই করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে হবে। ফৌজদারী কার্যবিধির ধারা ৪৬, পিআরবি বিধি ৩১৬
৩। গ্রেফতারকারী পুলিশ অফিসার প্রথমেই নিজের পরিচয় দিবেন। পিআরবি বিধি ২২০
৪। যাকে গ্রেফতার করা হবে গ্রেফতারের কারণ সম্পর্কে তাকে অবগত করাতে হবে। বাংলাদেশ সংবিধান ৩৩ অনুচ্ছেদ। ফৌজদারী কার্যবিধি আইনের ৮০, ৪৬ ধারা।
৫। জরুরী বা সেবামূলক কাজে নিয়োজিত ব্যক্তিকে গ্রেফতার সময় তার বদলী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিআরবি বিধি ৩১৮।
৬। গ্রেফতারকৃত ব্যক্তিকে ক্সদহিক মারধর, আঘাত করা বা নির্যাতন করা যাবে না। বাংলাদেশ সংবিধান ৩৫ অনুচ্ছেদ, পুলিশ আইনের ২৯ ধারা, দন্ডবিধি আইনের ৩৩০, ৩৩১ ধারা।
৭। গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা, অতিবৃদ্ধ কিংবা দুর্বল হলে হাতকড়া লাগানো যাবে না। পিআরবি বিধি ৩৩০, ফৌজদারী কার্যবিধি আইনের ১৭১ ধারা।
৮। গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ্য হলে উপযুক্ত চিকিৎসা পাবার এবং খাদ্য ও নিরাপত্তা লাভের অধিকার রয়েছে। পিআরবি বিধি ৩২১ ও ৩৩৩।
৯। গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশির পর প্রাপ্ত দ্রব্যাদি জমা রেখে তাকে একটি রশিদ প্রদান করতে হবে। পিআরবি বিধি ৩২২, ফৌজদারী কার্যবিধি আইনের ৫১ ধারা।
১০। গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা হলে তার শালীনতার প্রতি খেয়াল রেখে অপর কোন মহিলা বা মহিলা পুলিশ দিয়ে দেহ তল্লাশি করাতে হবে। পিআরবি বিধি ৩২২, ফৌজদারী কার্যবিধি আইনের ৫২ ধারা।
১১। থানার হাজতখানায় একজন বন্দীর জন্য কমপক্ষে ৩৬ বর্গফুট জায়গা দিতে হবে। পিআরবি বিধি ৩২৭
১২। গ্রেফতারকৃত ব্যক্তির প্রকাশ্য আদালতে দ্রুত বিচার পাবার অধিকার রয়েছে। বাংলাদেশ সংবিধান ৩৫ অনুচ্ছেদ।
১৩। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা যাবে না। বাংলাদেশ সংবিধান ৩৫ অনুচ্ছেদ।
১৪। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৭(২) ধারা মতে নাম ঠিকানা সঠিক হলে আসামীকে মুক্তি দেয়া যাবে।
১৫। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৯(৩) ধারা মতে আসামী কোন অপরাধ করেছে বলে যথেষ্ট কারণ না থাকলে তাকে তৎক্ষনাৎ ছেড়ে দিতে হবে।
১৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৩ ধারা মতে অভিযুক্তকে ভয় দেখানো যাবে না।
১৭। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪(৩) ধারা মতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে বাধ্য করা যাবে না। বাংলাদেশ সংবিধান ৩৫(৬) অনুচ্ছেদ।
১৮। ফৌজদারী কার্যবিধি আইনের ৪৯৬ ধারা মতে জামিনযোগ্য অপরাধ হলে জামিন দিতে হবে।
১৯। গ্রেফতারকৃত ব্যক্তিকে থানায় পেক্সছানোর ২৪ ঘন্টার মধ্যে নিকততম ম্যাজিষ্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৬১, ৮১ ধারা।
২০। ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া কোন ক্রমেই ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৭ ধারা এবং পিআরবি বিধি ৩২৪।