উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ৪২ ধারা মতে একজন পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে ন্যায়সংগত ভাবে প্রাপ্ত বয়স, শক্তিশালী ও বুদ্ধিসম্পনড়ব পুরুষ বা মহিলা উভয়ের নিকট সাহায্য দাবী করতে পারেনঃ-
১। আসামী গ্রেফতার বা পলায়ন প্রতিরোধ করতে সাহায্য দাবী করতে পারেন।
২। খাল খনন, রেল লাইনের সেতু মেরামত কিংবা সরকারী সম্পত্তির যে কোন ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সাহায্য দাবী করতে পারেন।
৩। দাঙ্গা দমন অথবা দাঙ্গা হাঙ্গামার আশংকা প্রতিরোধ করতে পুলিশ অফিসার জনসাধারণের নিকট সাহায্য দাবী করতে পারেন।
জনসাধারণের নিকট উপরোক্ত কারণে সাহায্য দাবী করার পর যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাহায্য না করলে দন্ডবিধি আইনের ১৮৭ ধারা অনুযায়ী অভিযুক্ত এবং দন্ডিত হবেন।