উত্তর:-
একজন পুলিশ অফিসার মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় হবে এমন অপরাধে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করার সময় যদি উক্ত আসামী গ্রেফতারকারী পুলিশ অফিসারকে আক্রমণ করে কিংবা বলপূর্বক গ্রেফতার প্রতিরোধের চেষ্টা করে তবে উক্ত আসামীকে গ্রেফতার করার জন্য পুলিশ অফিসার গুলি করতে পারবেন। গুলি করার পর আসামীর মৃত্যু হলে পুলিশ অফিসারের কোন অপরাধ হবে না। তবে মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় হবে না এমন অপরাধে অভিযুক্ত আসামী পালানোর সময় গুলি করে আসামীর মৃত্যু ঘটালে এ কাজ অবৈধ হবে না। ফৌজদারী কার্যবিধি আইনের ৪৬(৩) ধারা। পিআরবি বিধি ১৫৩(ঘ), ১৫৪।