উত্তর:-
নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেনঃ (পিআরবি বিধি ৩১৬)
১। কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোন ব্যক্তিকে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে। ফৌজদারী কার্যবিধির ৫৪(১) ধারা।
২। আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার হাতিয়ার পাওয়া যাবে। ফৌজদারী কার্যবিধির ৫৪(২) ধারা।
৩। যাকে সরকার কর্তৃক অপরাধী বলে ঘোষনা করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৩) ধারা।
৪। যার নিকট চোরাই মাল পাওয়া যাবে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৪) ধারা।
৫। পুলিশ অফিসারের কাজে বাধাদানকারী ব্যক্তি বা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৫) ধারা।
৬। সামরিক বাহিনী থেকে পলায়নকারী ব্যক্তিকে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৬) ধারা।
৭। বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ হত, বাংলাদেশের বাইরে এরূপ অপরাধ করলে উক্ত ব্যক্তিকে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৭) ধারা।
৮। কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৬৫ ধারার (৩) উপধারানুসারে নিয়ম লংঘন করে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৮) ধারা।
৯। যাকে গ্রেফতারের জন্য অপর কোন পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া গেছে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৯) ধারা।
১০। থানার ওসি থানা এলাকার ভিতরে ভবঘুরে বা সন্দেহভাজন বা অভ্যাসগত অপরাধীদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফৌজদারী কার্যবিধির ৫৫ ধারা।
১১। আমলের অযোগ্য অপরাধীর নাম ঠিকানা যাচাই করার জন্য পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফৌজদারী কার্যবিধির ৫৭ ধারা।
১২। আমলযোগ্য অপরাধের কারণে জনসাধারণ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় হেফাজতে নিতে পারেন। ফৌজদারী কার্যবিধির ৫৯ ধারা।
১৩। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোন অপরাধ হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফৌজদারী কার্যবিধির ৬৪ ধারা।
১৪। কোন জামিনে থাকা অবস্থায় আদালতের দেয়া শর্ত ভঙ্গ করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ১২৪(৬) ধারা।
১৫। বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করাকালে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফৌজদারী কার্যবিধির ১২৭, ১২৮ ধারা।
১৬। আমলযোগ্য অপরাধ নিবারনের জন্য অপরাধের ষড়যন্ত্রকারীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা।
১৭। অবাধ্য সাক্ষী বা ফরিয়াদীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ফেক্সঃ কার্যবিধির ১৭১ ধারা।
১৮। এছাড়া পুলিশ অফিসার নিম্নবর্নিত ধারা সমূহে প্রদত্ত ক্ষমতাবলে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনঃ
১। মোটরযান আইনের ১৬০ ধারা।
২। রেলওয়ে আইনের ১৩১ ও ১৩২ ধারা।
৩। পুলিশ আইনের ৩৪ ও ৩৪(ক) ধারা।
৪। অস্ত্র আইনের ১২ ও ১৩ ধারা।
৫। জুয়া আইনের ১১ ধারা।
৬। ডিএমপি অধ্যাদেশের ১০০ ধারা। পিআরবি বিধি ৩১৬।