Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৫। অধর্তব্য অপরাধের জন্য পুলিশ অফিসার কি কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন ??

প্রশ্ন- ২৫। অধর্তব্য অপরাধের জন্য পুলিশ অফিসার কি কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন ?

উত্তরঃ

নিম্নবর্ণিত অধর্তব্য অপরাধের জন্য পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনঃ 


১। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যাবে। ফৌজদারী কার্যবিধির ৫৪(২) ধারা। 
২। পুলিশ অফিসারের সরকারী কাজে বাধা দিলে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৫) ধারা। 
৩। মুক্তিপ্রাপ্ত আসামী কার্যবিধির ৫৬৫(৩) ধারার নিয়ম ভঙ্গ করলে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৮) ধারা।  
৪। আমলের অযোগ্য অপরাধ করে কেউ পুলিশ অফিসারের কাছে নাম, ঠিকানা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করলে। ফৌজদারীকার্যবিধির ৫৭(১) ধারা। 
৫। জামিনে মুক্তিপ্রাপ্ত আসামী আদালতের দেয়া শর্ত ভঙ্গ করলে। ফৌজদারী কার্যবিধির ১২৪(৬) ধারা। 
৬। মামলার বাদী বা সাক্ষী আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা না দিলে। ফৌজদারী কার্যবিধির ১৭১(১) ধারা। 
৭। দন্ড স্থগিত বা মওকুফ করার পর আসামী যদি আদালতের আদেশ অমান্য করে। ফৌজদারী কার্যবিধির ৪০১(৩) ধারা। 
৮। পেক্সর এলাকায় যদি কোন ব্যক্তি জনসাধারণের বিরক্তি, অসুবিধা সৃষ্টি করে বা চিত্তবিনোদন স্থলে দর্শক প্রবেশের টিকিট অধিক মূল্যে বিক্রয় করে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। পুলিশ আইনের ৩৪, ৩৪(ক) ধারা, পিআরবি বিধি ৩১৬।

 প্রশ্ন- ২৫। অধর্তব্য অপরাধের জন্য পুলিশ অফিসার কি কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন ?

প্রশ্ন- ২৫। অধর্তব্য অপরাধের জন্য পুলিশ অফিসার কি কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন ?

*

Post a Comment (0)
Previous Post Next Post