উত্তরঃ
ফৌজদারী কার্যবিধি আইনের ১৭০ ধারা মতে নির্দেশিত সাক্ষী বা ফরিয়াদী যদি আদালতে হাজির হতে বা মুচলেকা দিতে অস্বীকার করে তাহলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭১ ধারা মোতাবেক পুলিশ অফিসার উক্ত সাক্ষী বা ফরিয়াদীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে আদালতে হাজির করতে পারবেন। পিআরবি বিধি ৩১৬।