Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্নঃ ২৩। পলাতক বা ফেরারী আসামীকে আদালতে হাজির করার জন্য কি পদক্ষেপ নেয়া যেতে পারে ??

প্রশ্নঃ ২৩। পলাতক বা ফেরারী আসামীকে আদালতে হাজির করার জন্য কি পদক্ষেপ নেয়া যেতে পারে?

উত্তর:-

পলাতক বা ফেরারী আসামীকে আদালতে হাজির করার জন্য নিম্নবর্ণিত পদক্ষেপ সমূহ নেয়া যেতে পারেঃ- 


১। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৮ ধারা ও পিআরবি বিধি ৪৭১(ঘ) মতে আদালত পলাতক আসামীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারেন। 
২। সমন জারীর পর আসামী যদি আদালতে হাজির না হয় তাহলে আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ৭৫ ধারা ও পিআরবি বিধি ৪৬৮ মতে গ্রেফতারী পরোয়ানা জারী করতে পারেন। 
৩। গ্রেফতারী পরোয়ানা জারীর পর যদি আসামী গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে বা ফেরারী হয় তাহলে আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ৮৭ ধারা ও পিআরবি বিধি ৪৭২ মতে ত্রিশ দিনের সময় দিয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্দিষ্ট স্থানে হাজির হবার জন্য হুলিয়া জারী করতে পারেন। 
৪। হুলিয়া জারীর পরও যদি আসামী আদালতে আত্মসমর্পণ না করে সেক্ষেত্রে আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ৮৮ ধারা ও পিআরবি বিধি ৪৭৪ মতে আসামীর স্থাবর বা অস্থাবর উভয় প্রকারের যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ প্রদান করতে পারেন। এভাবে সম্পত্তি ক্রোকের মাধ্যমে আসামীকে আদালতে আত্মসমর্পণে বাধ্য করা যেতে পারে। 
৫। ফৌজদারী কার্যবিধি আইনের ৯১ ধারা মতে আসামীর কাছ থেকে মুচলেকা নিয়ে আসামীকে আদালতে আত্মসমর্পণে বাধ্য করা যেতে পারে। 
৬। হুলিয়া ও ক্রোক আদেশ পরও যদি আসামী আদালতে আত্মসমর্পণ না করে ফেরারী থাকে সেক্ষেত্রে আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ৩৩৯(খ) ধারা মতে কমপক্ষে দুইটি বাংলা ক্সদনিক পত্রিকায় আসামীকে নির্ধারিত দিন, তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রদান করতে পারেন। বিজ্ঞপ্তি জারীর পরও যদি আসামী আদালতে হাজির না হয় সেক্ষেত্রে আদালত আসামীর অনুপস্থিতিতে বিচারকার্য সম্পাদন করবেন। 
৭। আদালত বিশেষ ক্ষেত্রে আসামীর অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচার কাজ সম্পাদন করতে পারেন। কার্যবিধির ৫৪০-ক ধারা। 
৮। আসামী অনুপস্থিত থাকলে বিজ্ঞ আদালত সাক্ষ্য গ্রহণ করে বিচার কার্য সম্পাদন করতে পারবেন। কার্যবিধির ৫১২ ধারা।

প্রশ্নঃ ২৩। পলাতক বা ফেরারী আসামীকে আদালতে হাজির করার জন্য কি পদক্ষেপ নেয়া যেতে পারে?

 প্রশ্নঃ ২৩। পলাতক বা ফেরারী আসামীকে আদালতে হাজির করার জন্য কি পদক্ষেপ নেয়া যেতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post