Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৩৫। বিশেষজ্ঞ কাকে বলে ? বিশেষজ্ঞের অভিমত কি আদালতে প্রাসঙ্গিক ?

উত্তরঃ

বিশেষজ্ঞ:- যে সকল ব্যক্তি বিদেশী আইন, বিজ্ঞান শাস্ত্র, প্রকেক্সশলী বা কারিগরী, চারুকলা, হস্তলিপি, রাসায়নিক বিশ্লেষণ, আঙুলের ছাপ, পায়ের ছাপ, অণু বিশ্লেষণ, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত, পারদর্শী বা দক্ষ বা অভিজ্ঞ সেই সকল ব্যক্তিকে বিশেষজ্ঞ বলে। বিশেষজ্ঞগণ কোন সুনির্দিষ্ট বিষয়ে পদ্ধতিগতভাবে গবেষনা করে যে মতামত বা অভিমত দেন তাকে বিশেষজ্ঞের মতামত বা অভিমত বলা হয়। সাক্ষ্য আইনের ৪৫, ৪৬ ধারা, কার্যবিধির ৫০৯, ৫১০ ধারা, পিআরবি বিধি ২৯৭। 
বিশেষজ্ঞের অভিমত নিম্নলিখিত ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক:- 
১। সাক্ষ্য আইনের ৪৫ ধারা মতে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 
২। সাক্ষ্য আইনের ৪৬ ধারা মতে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় আদালতে প্রাসঙ্গিক। 
৩। সাক্ষ্য আইনের ৪৭ ধারা মতে হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 
৪। সাক্ষ্য আইনের ৪৮ ধারা মতে অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 
৫। সাক্ষ্য আইনের ৪৯ ধারা মতে প্রচলিত রীতি, মতবাদ ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 
৬। সাক্ষ্য আইনের ৫০ ধারা মতে আত্মীয়তা সম্পর্কে অভিমত আদালতে প্রাসঙ্গিক। 
৭। সাক্ষ্য আইনের ৫১ ধারা মতে মতামতের হেতু সম্পর্কে অভিমত আদালতে প্রাসঙ্গিক।  কার্যবিধির ৫০৯, ৫১০ ধারা, পিআরবি বিধি ২৯৭।

              প্রশ্ন- ৩৫। বিশেষজ্ঞ কাকে বলে ? বিশেষজ্ঞের অভিমত কি আদালতে প্রাসঙ্গিক ?
প্রশ্ন- ৩৫। বিশেষজ্ঞ কাকে বলে ? বিশেষজ্ঞের অভিমত কি আদালতে প্রাসঙ্গিক ?

প্রশ্ন- ৩৫। বিশেষজ্ঞ কাকে বলে ? বিশেষজ্ঞের অভিমত কি আদালতে প্রাসঙ্গিক ?

*

Post a Comment (0)
Previous Post Next Post