Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১১। জেনারেল ডায়রী কাকে বলে? ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১১। জেনারেল ডায়রী কাকে বলে? ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বিস্তারিত লিখ।

উত্তরঃ

জেনারেল ডায়রী ২০০ পৃষ্ঠা সংযুক্ত একটি মূল্যবান রেজিষ্টার। পুলিশ আইনের ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭ মতে প্রত্যেক থানা বা ফাঁড়িতে যে রেজিষ্টার লেখা হয় তাকে জেনারেল ডায়রী বা জিডি বলে। 
     জেনারেল ডায়রী প্রত্যহ সকাল ৮ টায় খোলা হয় এবং পরের দিন সকাল ৮ টায় বন্ধ করা হয়। ইহা কার্বন সংযোগে দুই কপিতে লেখা হয়, পেন্সিল কপি বহির সাথে থাকে আর কার্বন কপি সার্কেল অফিসে দাখিল করতে হয়। ইহাতে মাসিক ক্রমিক নং ব্যবহার করা হয়। 
     জেনারেল ডায়রীর গুরুত্ব অপরিসীম। ইহার সংবাদ বা এন্ট্রি জেলা প্রশাসক বা বিচারকগণের নিকট সাক্ষ্যরূপে ব্যবহৃত হয়। ইহাতে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়। 
১। সংক্ষেপে ও পরিষ্কারভাবে অভিযোগের বিবরণ। ধৃত ও পলাতক আসামীর নাম, ঠিকানা, অভিযোগকারীর নাম, ঠিকানা এবং যে ধারায় মামলা রুজু করা হয় তা উল্লেখ করা হয়। 
২। মানুষ হারানো, গো-মহিষ হারানো, দলিলপত্র বা মূল্যবান দ্রব্য হারানোর সংবাদ লিপিবদ্ধ করা হয়। 
৩। অস্ত্রশস্ত্র, মালামাল, আলামত যা পুলিশ অফিসার হেফাজতে নেন তার বর্ণনা, আসামীকে তল্লাশী করে যা পাওয়া যায় তা, আসামী হাজতে রাখার সময় ও তারিখ, কোর্টে আসামী পাঠানোর তারিখ ও সময় লিপিবদ্ধ করা হয়। তাছাড়া রাজ.নতিক দলের কার্যকলাপও লিপিবদ্ধ করা হয়। 
৪। থানার চার্জ দেয়া-নেয়া, পাহারা বদলী, অফিসার ও কনস্টেবলদের রওনা ও ফেরত আসার সংবাদ, অগিড়বদাহ, কলেরা, বসন্ত ও মহামারীর সংবাদ লিপিবদ্ধ করা হয়। 
৫। থানায় মুলতবী মোকাদ্দমা ও তদন্তকারী অফিসারের নাম, গুলি বন্দুকের বিবরণ ও থানায় মুলতবী টাকার পরিমাণ লিপিবদ্ধ করা হয়। 
 উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পাঁচ বছর পর এ রেজিষ্টার নষ্ট করে ফেলা হয়। উর্ধ্বতন কর্মকর্তা বা ম্যাজিষ্ট্রেটের বিনা অনুমতিতে থানার কোন অফিসার ইহার কপি কাউকে দিতে পারেন না।

              প্রশ্ন- ১১। জেনারেল ডায়রী কাকে বলে? ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১১। জেনারেল ডায়রী কাকে বলে? ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বিস্তারিত লিখ।

              প্রশ্ন- ১১। জেনারেল ডায়রী কাকে বলে? ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বিস্তারিত লিখ।

*

Post a Comment (0)
Previous Post Next Post