Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১০। হৈ, চৈ বিজ্ঞাপন কি? অন্য থানা হতে ইহা পাওয়া গেলে করনীয় কি।

প্রশ্ন- ১০। হৈ, চৈ বিজ্ঞাপন কি? অন্য থানা হতে ইহা পাওয়া গেলে করনীয় কি।

উত্তরঃ
 হৈ, চৈ বিজ্ঞাপনঃ যখন কোন অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করা বা অপহৃত মালামাল উদ্ধার করার প্রয়োজন হয়, তখন 
মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের জন্য বিপি ফরম নং-২৮ এ যে নোটিশ জারী করা হয় তাকে ক্সহ.চ বিজ্ঞাপন 
বলে। পিআরবি বিধি ২৫০। 
    নিম্নলিখিত কয়েকটি শ্রেনীর ঘটনায় এধরনের শোরগোল নোটিশ বা হৈ, চৈ বিজ্ঞাপন জারী করা হয়ঃ- 
১। পেশাগত মাদকদ্রব্য পাচারকারীর ঘটনা। 
২। ডাকাতি এবং সকল সংঘবদ্ধভাবে জড়িত ভ্রাম্যমান অপরাধী দলের ঘটনা। 
৩। আইনসঙ্গত হেফাজত থেকে কয়েদীদের পলায়নের ঘটনাবলী। 
৪। পেশাগত অপরাধীগণ কর্তৃক প্রতারণার ঘটনাবলী। 
৫। ভ্রাম্যমান দলসমূহ কর্তৃক পুলিশের তদারক উপেক্ষা করা। 
৬। গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামী এবং বহু মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে এমন ঘটনা।  
    অন্য থানা হতে হৈ, চৈ বিজ্ঞাপন পাওয়ার পর করনীয়ঃ 
১। অন্য থানা হতে হৈ, চৈ বিজ্ঞাপন পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত অফিসার উহা লাল কালি দিয়ে চিঠি প্রাপ্তির রেজিষ্টারে উঠাবেন এবং জিডিতে নোট করবেন। 
২। স্থানীয় অসৎ চরিত্রের লোকদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর নিবেন। 
৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্সহ.চ বিজ্ঞপ্তির বিষয়বস্তু তার অধস্তন সকল কর্মচারীকে জানাবেন। 
৪। দফাদার এবং চৌকিদারদিগকে হৈ, চৈ বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত করবেন এবং অপরাধী ও চুরি যাওয়া মালের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে বলবেন। 
৫। তদন্তের ফলাফল সম্পর্কে নোটিশ প্রেরককে অবগত করাতে হবে। 
৬। হৈ, চৈ নোটিশে ধারাবাহিক ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। নোটিশের একটি অতিরিক্ত কপি পুলিশ গেজেটে প্রকাশের জন্য পুলিশ কমিশনারের নিকট পাঠাতে হবে। পিআরবি বিধি ২৫০।

              প্রশ্ন- ১০। হৈ, চৈ বিজ্ঞাপন কি? অন্য থানা হতে ইহা পাওয়া গেলে করনীয় কি।
              প্রশ্ন- ১০। হৈ, চৈ বিজ্ঞাপন কি? অন্য থানা হতে ইহা পাওয়া গেলে করনীয় কি।

প্রশ্ন- ১০। হৈ, চৈ বিজ্ঞাপন কি? অন্য থানা হতে ইহা পাওয়া গেলে করনীয় কি।

*

Post a Comment (0)
Previous Post Next Post