Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৯। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা কর বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে, সময় ও পরে করনীয় কি? অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বর্ণনা করুন।

প্রশ্ন- ৯। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা কর বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে, সময় ও পরে করনীয় কি? অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বর্ণনা করুন।

উত্তরঃ

পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বা পিআরবি বিধি ১৫৩ মতে পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী নিম্নেআলোচনা করা হলোঃ 
১। দন্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে দন্ডবিধির ৯৬, ৯৭, ৯৮, ১০০, ১০১, ১০৩, ১০৪, ১০৬ ধারা মতে নিজের জানমাল, অপরের জানমাল বা সরকারী সম্পত্তির যে কোন ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে প্রয়োজনবোধে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 
২। ফৌজদারী কার্যবিধি আইনের ৪৬(৩) ধারা মতে আসামী গ্রেফতারের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী যদি গ্রেফতারে বাধা দেয় বা আক্রমণ করে সেক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭ ও ১২৮ ধারা মতে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে নিজের জানমাল, অপরের জানমাল বা সরকারী সম্পত্তি রক্ষার্থে প্রয়োজনবোধে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 
৪। পুলিশ আইনের ৩০(ক) ধারা মতে কোন মিছিলের জনতা শর্ত লংঘন করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য ইন্সপেক্টর বা তার উপরের যে কোন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহারের আদেশ দিতে পারেন। পিআরবি বিধি ১৪২, ১৪৩। পিআরবি বিধি ১৫৩। 
৫। পিআরবি বিধি ৬৯৫ অনুসারে ট্রেজারী গার্ড ও বারুদখানায় গার্ড ডিউটি করার সময় যে কোন দুষ্কৃতিকারীর প্রতি এবং পিআরবি বিধি ৭০৩, ৭১৪ অনুসারে আসামীর এসকর্ট ডিউটি করার সময় যদি আসামী পলায়ন করে বা কেউ আসামীকে ছিনতাইয়ের চেষ্টা করে তাহলে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। পিআরবি বিধি ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৫। 
৬। পিআরবি বিধি ৭০৪, ৭০৫, ৭০৬, ৭০৭, ৭০৮, ৭০৯ বিধি মতে মূল্যবান সম্পদ, মুদ্রা তথা রাষ্ট্রীয় সম্পদের এসকর্ট ডিউটি করার সময় যদি কেউ উহার প্রতি আক্রমণ করে তাহলে সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। পিআরবি বিধি ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৫। 
৭। পিআরবি বিধি ৭২৯, ৭৩০, ৭৩১ অনুসারে সরকারী মাননীয় মন্ত্রী, উচ্চ পদস্থ কর্মকর্তা বা ভিআইপি ও ভিভিআইপি গণের নিরাপত্তা ডিউটিকালে যদি কোন সন্ত্রাসী বা নাশকতাকারী আক্রমণ করে বা নিরাপত্তার বিঘড়ব ঘটায় বা প্রাণনাশের অবস্থা তৈরী করে তাহলে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। পিআরবি বিধি ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৫। 
৮। পিআরবি বিধি ১৫৪ মতে গুলি বর্ষণের আগে সতর্কীকরণ বানী উচ্চারণ ও গুলির নিয়ন্ত্রণ করতে হবে। অপরিহার্য ব্যতীত কোন বড় ধরনের ক্ষতি করা যাবে না এবং উদ্দেশ্যে সাধিত হওয়া মাত্র গুলি বন্ধ করতে হবে। 
৯। পিআরবি বিধি ১৫৫ মতে ম্যাজিষ্ট্রেট গুলি চালনার নির্দেশ দিবেন। ম্যাজিষ্ট্রেট না থাকলে উপস্থিত সর্বোচ্চ পদের পুলিশ অফিসার গুলি চালনার নির্দেশ দিবেন। 
১০। পিআরবি বিধি ১৫৬ মতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর নিম্নলিখিত ব্যবস্থাগুলি পুলিশ অফিসারের কর্তব্যবলে বিবেচিত হবে- 
    ১) পুলিশ দলের পরিচালক যত তাড়াতাড়ি সম্ভব আহত দিগকে হাসপাতালে প্রেরণ করবেন। পিআরবি বিধি ৩১২, ৩২১ 
    ২) নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করবেন। পিআরবি বিধি ২৯৯, ৩০০, ৩০৪, ৩০৫, কার্যবিধির ধারা ১৭৪,     ১৭৫ 
    ৩) গুলির খালি খোসা সংগ্রহ করে কত রাউন্ড গুলি বর্ষণ হয়েছে তা নির্ণয় করতে হবে। 
    ৪) পরিচালক পুলিশ অফিসার গুলির পরিমাণ উল্লেখসহ ঘটনার একটি সংক্ষিপ্ত নির্ভুল রিপোর্ট অতি তাড়াতাড়ি জেলা ম্যাজিষ্ট্রেট,     পুলিশ সুপার বা উপ-পুলিশ কমিশনার, কমিশনার কিংবা আইজিপির নিকট প্রেরণ করবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০     ধারা, পিআরবি বিধি ১২০ ও পুলিশ আইনের ২৩ ধারা। 
বিশেষ দ্রষ্টব্যঃ আলোচ্য উত্তরের পয়েন্ট নং ১-৭, ৮ (আংশিক) আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বের কাজ, পয়েন্ট ৮, ৯ ব্যবহারের সময় 
এবং পয়েন্ট ১০ ব্যবহারের পর করনীয়।

              প্রশ্ন- ৯। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা কর বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে, সময় ও পরে করনীয় কি? অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বর্ণনা করুন।
              প্রশ্ন- ৯। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা কর বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে, সময় ও পরে করনীয় কি? অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বর্ণনা করুন।

প্রশ্ন- ৯। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা কর বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে, সময় ও পরে করনীয় কি? অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post