Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৫। মালখানা রেজিষ্টার ও সম্পত্তি রেজিষ্টার বলতে কি বুঝেন? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।

প্রশ্ন- ১৫। মালখানা রেজিষ্টার ও সম্পত্তি রেজিষ্টার বলতে কি বুঝেন? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।

উত্তরঃ

মালখানা রেজিষ্টারঃ মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট জব্দকৃত যে সমস্ত সম্পত্তি পুলিশ রিপোর্টের সঙ্গে থানা হতে কোর্টে প্রেরণ করা হয় সে সমস্ত সম্পত্তি কোর্ট এসআই বিপি ফরম নং-১০০ অনুসারে যে রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখেন তাকে মালখানা রেজিষ্টার বলে। পিআরবি বিধি ৫২৬ মতে মালখানা রেজিষ্টার কোর্টে সংরক্ষিত হয়। পিআরবি বিধি ৫২৬(ক) মতে কোর্ট এসআই সম্পত্তি হেফাজতে রাখবেন এবং মালখানা রেজিষ্টার রক্ষণাবেক্ষণ করবেন। 
    সম্পত্তি রেজিষ্টারঃ মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট চোরাই সম্পত্তি এবং পুলিশ কর্তৃক জব্দকৃত সমুদয় অস্থাবর সম্পত্তি বিপি ফরম নং-৬৮ অনুসারে থানার যে রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পত্তি রেজিষ্টার বলে। পিআরবি বিধি ৩৭৯। সম্পত্তি রেজিষ্টার থানায় সংরক্ষিত হয় এবং থানার একজন এসআই রেজিষ্টার রক্ষণাবেক্ষণ করেন। 
    উভয়ের মধ্যে পার্থক্যঃ মালখানা রেজিষ্টার পিআরবি বিধি ৫২৬, ৫২৬(ক) মতে কোর্টের একজন সিনিয়র এসআই তা কোর্টে সংরক্ষণ করেন। এই সকল সম্পত্তি ম্যাজিষ্ট্রেট বা বিচারকের নির্দেশে নিষ্পত্তি করা হয়।  
    সম্পত্তি রেজিষ্টার পিআরবি বিধি ৩৭৯ মতে থানার একজন এসআই থানায় তা রক্ষণাবেক্ষণ করেন। সম্পত্তি রেজিষ্টারে চোরাই 
সম্পত্তি ও পুলিশ কর্তৃক জব্দকৃত সমস্ত সম্পত্তি লিপিবদ্ধ করা হয়। এই সকল সম্পত্তি আদালতের বা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে 
নিষ্পত্তি হয়ে থাকে।

              প্রশ্ন- ১৫। মালখানা রেজিষ্টার ও সম্পত্তি রেজিষ্টার বলতে কি বুঝেন? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
              প্রশ্ন- ১৫। মালখানা রেজিষ্টার ও সম্পত্তি রেজিষ্টার বলতে কি বুঝেন? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।

প্রশ্ন- ১৫। মালখানা রেজিষ্টার ও সম্পত্তি রেজিষ্টার বলতে কি বুঝেন? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post