Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১২। স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ১২। স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

স্বীকৃতি: স্বীকারোক্তি:
১। স্বীকৃতি হলো মেক্সখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। ১। আসামী যদি ক্ষমতাবান কোন ম্যাজিষ্ট্রেটের নিকট কোন প্রকার ভয়, ভীতি, প্রলোভন ও প্রতিশ্রুতি ব্যতীত স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে তবে তাকে স্বীকারোক্তি বলে।
২। স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের ১৭-২৩ ধারায় আলোচনা হয়েছে। পিআরবি বিধি ২৮৩। ২। স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনের ২৪-৩০ ধারায় আলোচনা হয়েছে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা, পিআরবি বিধি ৪৬৭।
৩। মামলার বাদী, বিবাদী ও মামলার স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। ৩। শুধুমাত্র অপরাধে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারের মাধ্যমে স্বীকারোক্তি দিয়ে থাকে।
৪। স্বীকৃতি দেওয়ানী ও ফৌজদারীউভয় মামলায় আদালতে প্রাসঙ্গিক। ৪। স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারীমামলার ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক।
৫। পুলিশের নিকট স্বীকৃতি আদালতে গ্রহণযোগ্য হতে পারে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা, পিআরবি বিধি ২৬৫ ৫। পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। সাক্ষ্য আইনের ২৫ ধারা।
৬। স্বীকৃতি সাধারণত সাদা কাগজে লিপিবদ্ধ করা হয়। ৬। স্বীকারোক্তি নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হয়।

প্রশ্ন- ১২। স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post