Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৩। চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ১৩। চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ 
চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

চুরি ডাকাতি:
১। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি মালিকের সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে, অসৎ উদ্দেশ্যে এক স্থান হতে অন্য কোন স্থানে স্থানান্তর করাকে চুরি বলে। ১। যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে একই উদ্দেশ্য সাধনকল্পে অপর কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে কোন বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পন করতে বাধ্য করে তবে তাকে ডাকাতি বলে।
২। চুরির সংজ্ঞা দন্ডবিধির ৩৭৮ ধারা। ২। ডাকাতির সংজ্ঞা দন্ডবিধির ৩৯১ ধারা।
৩। চুরির শাস্তি দন্ডবিধির ৩৭৯, ৩৮০, ৩৮১, ৩৮২ ধারা। ৩। ডাকাতির শাস্তি দন্ডবিধির ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০০, ৪০২ ধারা।
৪। চুরির ক্ষেত্রে অপরাধীর কোন সংখ্যা নাই। ৪। ডাকাতির ক্ষেত্রে অপরাধীর সংখ্যা ৫ বা ততোধিত হতে হবে।
৫। চুরি অপরাধটি মালিকের অগোচরে হতে হবে। ৫। ডাকাতি অপরাধটি মালিকের সামনে হতে হবে।

প্রশ্ন- ১৩। চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post