Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৬। চুরি ও জোড়পূর্বক সম্পত্তি আদায় এর মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ১৬। চুরি ও জোড়পূর্বক সম্পত্তি আদায় এর মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
চুরি ও জোড়পূর্বক সম্পত্তি আদায় এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

চুরি জোড়পূর্বক সম্পত্তি আদায়
১। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি মালিকের সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে, অসৎ উদ্দেশ্যে এক স্থান হতে অন্য কোন স্থানে স্থানান্তর করাকে চুরি বলে। ১। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে জখম বা আঘাতের ভীতি প্রদর্শন করে তার কোন সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পন করতে বাধ্য করে, তবে তাকে জোড়পূর্বক সম্পত্তি আদায় বলা হয়।
২। চুরির সংজ্ঞা দন্ডবিধির ৩৭৮ ধারা। ২। জোড়পূর্বক সম্পত্তি আদায়ের সংজ্ঞা দন্ডবিধির ৩৮৩ ধারা।
৩। চুরির শাস্তি দন্ডবিধির ৩৭৯, ৩৮০, ৩৮১, ৩৮২ ধারা। ৩। জোড়পূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি দন্ডবিধি ৩৮৪ ধারা।
৪। ভীতি প্রদর্শন ছাড়াই সম্পত্তি হস্তান্তরিত হয়ে থাকে। ৪। ভীতি প্রদর্শন করে সম্পত্তি হস্তান্তরিত হয়ে থাকে।
৫। চুরির ক্ষেত্রে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি হতে হবে। ৫। জোড়পূর্বক সম্পত্তির ক্ষেত্রে স্থাবর-অস্থাবর উভয় প্রকার সম্পত্তি হয়ে থাকে।

প্রশ্ন- ১৬। চুরি ও জোড়পূর্বক সম্পত্তি আদায় এর মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post