Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৭। অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ১৭। অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

অপরাধজনক নরহত্যা: খুন:
১। মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে এরূপ ক্সদহিক জখম বা কৃতকার্যের ফলে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তাহলে এধরনের মৃত্যুকে অপরাধজনক নরহত্যা বলে। ১। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে, ব্যক্তিগত আক্রোশবশত, অসাধুভাবে, ইচ্ছাকৃতভাবে অপর কোন ব্যক্তিকে হত্যা করাকে খুন বলে।
২। অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দন্ডবিধির ২৯৯ ধারা। ২। খুনের সংজ্ঞা দন্ডবিধির ৩০০ ধারা।
৩। অপরাধজনক নরহত্যার শাস্তি দন্ডবিধির ৩০৪ ধারা। ৩। খুনের শাস্তি দন্ডবিধির ৩০২ ধারা।
৪। কৃত কাজটির সম্ভাব্য পরিণতি মৃত্যু। ৪। কৃত কাজটির পরিণতি অবশ্যই মৃত্যু।
৫। সকল অপরাধজনক নরহত্যা খুন নয়। ৫। সকল খুনই অপরাধজনক নরহত্যার অন্তর্ভুক্ত।

প্রশ্ন- ১৭। অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post