Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ০৩। এজাহার ও জেনারেল ডায়রীর মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ০৩। এজাহার ও জেনারেল ডায়রীর মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০৩। এজাহার ও জেনারেল ডায়রীর মধ্যে পার্থক্য লিখুন। উত্তরঃ
এজাহার ও জেনারেল ডায়রীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

এজাহার জেনারেল ডায়রী/জিডি
১। কোন আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মেক্সখিক বা লিখিতভাবে আসলে থানার ওসি উক্ত সংবাদের বিবরনটি নির্ধারিত বিপি ফরম নং-২৭ এ লিপিবদ্ধ করেন। একেই এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। ১। যে কোন থানা বা ফাঁড়ীতে পুলিশ কর্মচারীদের উপস্থিতি, প্রস্থান, অপরাধজনক সংবাদ বা আসামী গ্রেফতার ও জামিন, ফোর্সের ডিউটি বন্টনসহ থানায় ক্সদনন্দিন যে কোন ধরনের সংবাদ আসলে তা ২০০ পৃষ্ঠা সম্পর্কিত যে নির্ধারিত রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয় তাকে জেনারেল ডায়রী বা জিডি বলে।
২। এজাহারের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা এবং পিআরবি বিধি ২৪৩। ২। জিডির সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭
৩। শুধুমাত্র ধর্তব্য অপরাধের সংবাদ আসলে এজাহার নেয়া হয়। ৩। জিডিতে ধর্তব্য/অধর্তব্যসহ সকল অপরাধের সংবাদ লিখা হয়।
৪। আমলযোগ্য অপরাধ অনুষ্ঠিত হওয়ার পরে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ইহা লিপিবদ্ধ করা হয়। ৪। কোন অপরাধ অনুষ্ঠিত না হলেও বা অনুষ্ঠিত হবার সম্ভাবনা থাকলে তা লিপিবদ্ধ করা হয়।
৫। এজাহারে সংবাদদাতার স্বাক্ষর নিতে হয়। ৫। জিডিতে সংবাদদাতার স্বাক্ষর নিতে হয় না।
৬। কনস্টেবলের উপরস্থ যে কোন অফিসার এজাহার লিপিবদ্ধ করতে পারেন। ৬। কনস্টেবল হতে যে কোন পদের পুলিশ অফিসার জিডি লিপিবদ্ধ করতে পারেন।

             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post