Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ০২। আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ০২। আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০২। আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লিখুন। উত্তরঃ
আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
আমলযোগ্য অপরাধ/ধর্তব্য অপরাধ আমলের অযোগ্য অপরাধ/অধর্তব্য অপরাধ
১। যে সকল অপরাধ করলে ফৌজদারী কার্যবিধি আইনের ২য় তফসিল অনুসারে বা বর্তমানে বলবৎ যে কোন আইন অনুসারে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বলে। পিআরবি বিধি ৩১৬। ১। যে সকল অপরাধ করলে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সে সকল অপরাধকে আমলের অযোগ্য অপরাধ বা অধর্তব্য অপরাধ বলে। পিআরবি বিধি ৩১৬।
২। আমলযোগ্য অপরাধের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ৪(চ) ধারা। ২। আমলের অযোগ্য অপরাধের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ঢ) ধারা।
৩। এই অপরাধের জন্য থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। ৩। এই অপরাধের জন্য থানায় কোন মামলা রুজু করা হয় না।
৪। আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে এজাহার নেয়া হয়। ৪। আমলের অযোগ্য অপরাধ থানায় আসলে জিডি করতে হয়।
৫। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যায়। ৫। আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যায় না।
৬। তদন্ত শেষে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। ৬। তদন্ত শেষে নন-এফআইআর প্রসিকিউশন রিপোর্ট আদালতে দাখিল করা হয়।

             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post