Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ০৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারা ও ফৌজদারী কার্যবিধি আইনের ১১০ ধারার মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ০৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারা ও ফৌজদারী কার্যবিধি আইনের ১১০ ধারার মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারা ও ফৌজদারী কার্যবিধি আইনের ১১০ ধারার মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
প্রশ্ন- ০৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারা ও ফৌজদারী কার্যবিধি আইনের ১১০ ধারার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

অতিরিক্ত পুলিশ: স্পেশাল পুলিশ:
১। যখন কোন প্রতিষ্ঠান বা কলকারখানায় শাস্তিভঙ্গের আশংকা দেখা দেয় তখন উক্ত প্রতিষ্ঠান বা কলকারখানার মালিকের আবেদনক্রমে ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে আইজিপি মহোদয় বা পুলিশের উর্ধ্বতন অফিসারগণ সাধারণ পুলিশের মধ্য থেকে ঐ এলাকায় বা কলকারখানায় যে পুলিশ নিয়োগ করেন তাকে অতিরিক্ত পুলিশ বলে। ১। কোন এলাকার অপরাধ প্রবণতা ব্যাপ বৃদ্ধি পাওয়ার কারণে উক্ত এলাকায় অপরাধ প্রবণতা রোধ করার জন্য ঐ এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর বা তার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিষ্ট্রেট ঐ এলাকার জনসাধারণের মধ্যে থেকে যে পুলিশ নিয়োগ করে থাকেন তাকে স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ বা কমিউনিটি পুলিশ বলে।
২। অতিরিক্ত পুলিশের সংজ্ঞা পুলিশ আইনের ১৩ ধারা। ২। স্পেশাল পুলিশের সংজ্ঞা পুলিশ আইনের ১৭ ধারা।
৩। পিআরবি বিধি ৬৬৭ মতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়। ৩। পিআরবি বিধি ৬৭৪ মতে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়।
৪। অতিরিক্ত পুলিশের বেতন, রেশন ও খরচ আবেদনকারীকে বহন করতে হয়। ৪। স্পেশাল পুলিশের বেতন, রেশন ও খরচ ভারপ্রাপ্ত ব্যক্তিকে বহন করতে হয় না।
৫। অতিরিক্ত পুলিশের চাকরী স্থায়ী। ৫। স্পেশাল পুলিশের চাকরী সম্পূর্ণ অস্থায়ী।
৬। অতিরিক্ত পুলিশ কর্তব্যে অবহেলা করলে তার বিরুদ্ধে পুলিশ আইনের ৭, ২৯ ধারা মতে শাস্তির ব্যবস্থা নিতে হবে। ৬। স্পেশাল পুলিশ কর্তব্যে অবহেলা করলে তার বিরুদ্ধে পুলিশ আইনের ১৯ ধারা মতে শাস্তির ব্যবস্থা নিতে হবে।


             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।


             প্রশ্ন- ০১। সমন ও ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post