Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

সমন ওয়ারেন্ট
১। কোন ব্যক্তিকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সীল মোহরযুক্ত এবং স্বাক্ষরযুক্ত যে দুই কপি আদেশনামা দেয়া হয় তাকে সমন বলে। ১। কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক ও প্রিজাইডিং অফিসার কর্তৃক বা ম্যাজিষ্ট্রেট বেঞ্চের যে কোন সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সীল মোহরযুক্ত আদেশনামাকে ওয়ারেন্ট বা গ্রেফতারী পরোয়ানা বলে।
২। সমনের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ৬৮ ধারা এবং পিআরবি বিধি ৪৭১। ২। ওয়ারেন্টের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি আইনের ৭৫ ধারা এবং পিআরবি বিধি ৪৬৮।
৩। যার নামে সমন ইস্যু তাকে না পাওয়া গেলেও সমন জারী করা যায়। ৩। যার নামে ওয়ারেন্ট তাকে না পাওয়া গেলে ওয়ারেন্ট তামিল করা যায় না।
৪। ইহা দ্বারা কোন ব্যক্তিকে স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করা হয়। ৪। ইহা দ্বারা কোন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করা হয়।
৫। সমনে হাজির হওয়ার দিন ও তারিখ উল্লেখ থাকে। ৫। ওয়ারেন্টে দিন ও তারিখ উল্লেখ থাকে না।
৬। সমনে উল্লিখিত তারিখ ও সময় অতিক্রান্ত হলে ইহার মেয়াদ শেষ হয়ে যায়। ৬। আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত ইহা বলবৎ থাকে।


             প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য লিখুন।

             প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য লিখুন।

প্রশ্ন- ০৭। এ রোল ও বি রোল এর মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post