Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৭। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর ??

উত্তরঃ 
ফৌজদারী কার্যবিধি আইনের ১০৬ ধারা মতে কোন ব্যক্তি দন্ডবিধির অষ্টম অধ্যায়ের ১৪৩, ১৪৯, ১৫৩-ক ও ১৫৪ ধারার দন্ডনীয় অপরাধ ছাড়া আঘাত বা শান্তিভঙ্গের সম্ভাবনা সম্বলিত অপরাধ বা এই অপরাধের সহায়তা করা অথবা ভীতি প্রদর্শনের অভিযুক্ত হয়ে কোন আদালত কর্তৃক দন্ডাদেশপ্রাপ্ত হয় এমন ব্যক্তির নিকট থেকে আদালত ০৩ (তিন) বছরের অধিক নয় এমন সময়ের জন্য শান্তিরক্ষার উদ্দেশ্যে জামিনদারসহ বা জামিনদার ব্যতীত যে কোন পরিমাণ অর্থের জন্য একটি মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই ধরণের মুচলেকাকে দন্ডিত হওয়ার পর শান্তিরক্ষার মুচলেকা বলে। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৬ ধারা।      
     কোন ব্যক্তি শান্তিভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করতে পারে বলে আদালতের কাছে মনে হয় তাহলে আদালত শান্তিভঙ্গকারী বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্টকারীকে আদালত তার এখতিয়ারাধীন এলাকায় বসবাসকারী ব্যক্তিকে মুচলেকা প্রদানের আদেশ দিতে পারেন। এই ধরণের মুচলেকাকে শান্তিরক্ষার মুচলেকা বলে। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭ ধারা।


             প্রশ্ন- ৭। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।
প্রশ্ন- ৭। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।

প্রশ্ন- ৭। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post