Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৮। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর ??

প্রশ্ন- ৮। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।

প্রশ্ন- ৮। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।

উত্তরঃ

ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকাঃ 
যে ব্যক্তি অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করে, যার জীবিকা নির্বাহের প্রকাশ্য কোন পন্থা নেই, যে ব্যক্তি নিজের সম্পর্কে কোন সন্তোষজনক জবাব দিতে পারে না, যার চলাফেরা ও আচরণ সন্দেহজনক বলে প্রতীয়মান হলে থানার এখতিয়ারাধীন এলাকায় থাকা এরূপ ভবঘুরে ও সন্দেহভাজ ব্যক্তিকে ওসি ফৌজদারী কার্যবিধি আইনের ৫৫ ধারা মতে গ্রেফতার করে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারা মতে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করবেন।  বিজ্ঞ আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৯ ধারার বিধান প্রয়োগ করে ১ বছর বা তার অনধিক সময়ের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই ধারা মতে প্রদত্ত মুচলেকাকে সদাচরণের মুচলেকা বলা হয়। ফৌজদারীকার্যবিধি আইনের ১০৯ ধারা, পিআরবি বিধি ২৮৮।


             প্রশ্ন- ৮। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা সম্পাদনের পদ্ধতি আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post