উত্তরঃ
১। ডিউটি অফিসার হিসেবে থানায় কর্মরত থাকাকালীন টেলিফোনের মাধ্যমে কোন আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর প্রথমে সংবাদদাতাকে থানায় আসার জন্য অনুরোধ করতে হবে। যেহেতেু আমলযোগ্য অপরাধের মামলা রেকর্ড করার সময় এজাহারে সংবাদ দাতার স্বাক্ষর থাকা আবশ্যক। পিআরবি বিধি ২৪৩(ঙ)।
২। সংবাদ দাতা যদি না আসতে চায় তাহলে তার নাম, ঠিকানা জিজ্ঞাসা করব।
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা এবং পিআরবি বিধি ১২০ মতে উক্ত সংবাদের বিষয়টি থানার ওসি কে অবহিত করব।
৪। আমলযোগ্য অপরাধের সংবাদটি জিডিতে লিপিবদ্ধ করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
৫। যদি অপরাধটি গুরুতর প্রকৃতির হয় তাহলে ঘটনার প্রাথমিক তদন্তের জন্য ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৬, ১৫৭ ধারা মতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে হব বা অন্য কোন অফিসারকে পাঠাব পিআরবি বিধি ২৫৮।
৬। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওসির নির্দেশক্রমে বাদীর নিকট হতে এজাহার নিয়ে বা বাদী পাওয়া না গেলে নিজে বাদী হয়ে এজাহার দাখিল করে অপরাধের ধরণ অনুযায়ী মামলা রুজু করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩। ৭। অপরাধটি যদি গুরুতর প্রকৃতির না হয় তাহলে সরেজমিনে তদন্তে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কার্যবিধির ১৫৭ ধারা, পিআরবি বিধি ২৫৭, ২৫৮।