উত্তরঃ
চেকপোষ্ট ডিউটি করার সময় যদি কারও কাছ থেকে কোন জাল নোট পাওয়া যায় তাহলে করনীয় সম্পর্কে নিম্নেআলোচনা করা হলোঃ-
১। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মতে যার কাছে জাল নোট পাওয়া গেছে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে জাল নোটগুলো হেফাজতে নিব। পিআরবি বিধি ৩১৬।
২। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা, পিআরবি বিধি ২৮০ মতে সাক্ষীদের উপস্থিতিতে জাল নোটের জব্দ তালিকা তৈরী করব।
৩। জাল নোট আটক করার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৪। জাল নোটসহ আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর বিষয়টি জিডিতে নোট দিব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
৫। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৪৩ মতে নিজে বাদী হয়ে একটি এজাহার দায়ের করব। বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারা।
৬। জাল নোট গুলো সম্পত্তি রেজিষ্টারে লিপিবদ্ধ করব। পিআরবি বিধি ৩৭৯।
৭। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৮ ধারা মতে ওসি কে বিস্তারিত জানাব। ওসি সাহেব পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।