Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৩। আপনি যে থানায় কর্মরত আছেন তার পার্শ্ববর্তী থানা গুলোতে আপনার থানার অপরাধী লুকিয়ে থাকে বলে লোকমুখে জানা যায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন?

উত্তরঃ

পার্শ্ববর্তী থানা গুলোতে আমার থানার লুকিয়ে থাকা আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিম্নবর্ণিত পদক্ষেপ সমূহ গ্রহণ করবঃ 
১। আমার থানা এলাকার অপরাধী পার্শ্ববর্তী থানা এলাকায় লুকিয়ে আছে লোকমুখে এমন সংবাদ জানার পর উক্ত সংবাদটি সর্বপ্রথম জিডিতে নোট দিব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭। 
২। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০। 
৩। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট সমন/ওয়ারেন্টের জন্য আবেদন করবো। পুলিশ আইনের ২৪ ধারা, পিআরবি বিধি ২১৩। 
৪। বিনা পরোয়ানায় গ্রেফতার যোগ্য ব্যক্তিকে গ্রেফতার কার্যকর করার জন্য বাংলাদেশের যে কোন স্থানে গিয়ে অনুসরণ করতঃ গ্রেফতার কার্যকরী করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৮ ধারা। 
৫। আইনসংগত হেফাজত হতে পলায়নকারী ব্যক্তিকে বাংলাদেশের যে কোন স্থানে অনুসরণ করতঃ গ্রেফতার করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৬ ধারা। 
৬। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৬ ধারা অনুসারে গ্রেফতার কার্যকরী করার ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি আইনের ৪৭, ৪৮, ৪৯ ধারার বিধান অনুসরণ করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৭ ধারা। 
৭। গ্রেফতার কাজে এবং আসামীর পলায়ন প্রতিরোধ করার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন তার অতিরিক্ত বল প্রয়োগ করব না। ফৌজদারী কার্যবিধি আইনের ৫০ ধারা। ৮। প্রয়োজনে জনসাধারণের সাহায্য গ্রহণ করব। ফৌজদারী কার্যবিধি আইনের ৪২ ধারা। ৯। পিআরবি বিধি ৩৪৩ মতে এ-রোল জারী করব। 
১০। পিআরবি বিধি ৩৮৯ মতে তদন্ত স্লিপ ইস্যু করব। 
১১। পিআরবি বিধি ২৫০ মতে পার্শ্ববর্তী/সীমান্তবর্তী থানা সমূহে ক্সহ.চ বিজ্ঞাপন জারী করব। 
১২। আসামী গ্রেফতার হলে দন্ডবিধির ২২৪ ধারা মতে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আসামী গ্রেফতার করতে সক্ষম না হলে পিআরবি বিধি ৩২৩ মতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

              প্রশ্ন- ১৩। আপনি যে থানায় কর্মরত আছেন তার পার্শ্ববর্তী থানা গুলোতে আপনার থানার অপরাধী লুকিয়ে থাকে বলে লোকমুখে জানা যায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন?
প্রশ্ন- ১৩। আপনি যে থানায় কর্মরত আছেন তার পার্শ্ববর্তী থানা গুলোতে আপনার থানার অপরাধী লুকিয়ে থাকে বলে লোকমুখে জানা যায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন?

প্রশ্ন- ১৩। আপনি যে থানায় কর্মরত আছেন তার পার্শ্ববর্তী থানা গুলোতে আপনার থানার অপরাধী লুকিয়ে থাকে বলে লোকমুখে জানা যায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন?

*

Post a Comment (0)
Previous Post Next Post